ভারতের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা অস্ট্রেলিয়ার, ছিটকে গেলেন তারকা স্পিনার

Marnus Labuschagne replaces Cameroon Green ahead India vs Australia ODI Series

ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ শুরুর মাত্র দু’দিন আগে বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল (India vs Australia)। অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেনকে, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী স্পিন বোলিংও করতে পারেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড জানিয়েছে, গ্রিন এই সপ্তাহে অনুশীলনের সময় সাইড সোরনেস অনুভব করেন, যাকে ‘লো গ্রেড ইনজুরি’ বলা হচ্ছে। যদিও এটি গুরুতর নয়, তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ঘরোয়া ক্রিকেটে ২৮ অক্টোবরের পরই ফিরতে পারবেন। গ্রিনের এই চোট অস্ট্রেলিয়ার নির্বাচকদের পরিকল্পনায় বড় রদবদল আনতে বাধ্য করেছে।

   

অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, “গ্রিন অল্প সময়ের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন এবং শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ড থেকেই খেলার জন্য তৈরি হবেন।” লক্ষ্য রাখা হচ্ছে পরবর্তী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অ্যাশেজ সিরিজকে সামনে রেখে।

ভারত সফর বাতিল মেসির! হতাশ লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী

এর আগে, উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিসও চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন। আর পারিবারিক কারণে অ্যাডাম জাম্পা প্রথম একদিনের ম্যাচে খেলবেন না। তাঁদের পরিবর্তে ইতিমধ্যেই দলে নেওয়া হয়েছে জশ ফিলিপে এবং বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেমানকে। অর্থাৎ ভারত সফরের আগে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল অস্ট্রেলিয়া দলে।

প্রসঙ্গত, ক্যামেরুন গ্রিন সম্প্রতি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ম্যাচে চার ওভারের বেশি বল করতে পারেননি। তখন থেকেই তাঁর ইনজুরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে নির্বাচকরা শেষ পর্যন্ত কিছুটা সময় অপেক্ষা করে শুক্রবার নিশ্চিত করেন যে, গ্রিন ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজে খেলবেন না।

অন্যদিকে, মার্নাস লাবুশেনের দলে ফেরা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে রয়েছেন এবং জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে ম্যাচেই অপরাজিত ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তবুও শুরুতে তাঁকে ভারতের বিরুদ্ধে সিরিজের দলে রাখা হয়নি, কারণ নির্বাচকরা অ্যাশেজ সিরিজের প্রস্তুতিকে অগ্রাধিকার দিয়েছিলেন। তবে গ্রিনের আকস্মিক ছিটকে যাওয়া লাবুশেনের জন্য দরজা খুলে দেয়।

লাবুশেনের অন্তর্ভুক্তি অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ভারসাম্য এনে দিতে পারে, বিশেষ করে যখন তাঁদের স্কোয়াডে অনেক তরুণ খেলোয়াড় রয়েছেন। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে অভিজ্ঞতা ও ফর্ম, দুই-ই গুরুত্বপূর্ণ বড় মঞ্চে ভালো পারফরম্যান্সের জন্য। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ১৯ অক্টোবর, পার্থে অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের এই সিরিজ হবে টি-২০ বিশ্বকাপের আগে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতি।

Marnus Labuschagne replaces Cameroon Green ahead India vs Australia ODI Series

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন