নিলামে এই চারতারকা ক্রিকেটারের জন্য আগ্রহ দেখতে পারে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

kkr-might-be-target-5-players-in-ipl-2026auction

২০২৪ সালের চ্যাম্পিয়ন হয়েও ২০২৫ সিজনে একেবারে ভরাডুবি। কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএল ২০২৫ শেষ করেছে পয়েন্ট তালিকার একদম তলানিতে। ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয় পেয়েছে নাইটরা। সাবেক অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে অজিঙ্ক রাহানেকে নেতৃত্বে আনা তাদের জন্য ফলপ্রসূ হয়নি। ভেঙ্কটেশ আইয়ারসহ একাধিক তারকা ব্যর্থ হন পুরো মরশুম জুড়ে।

Advertisements

চেন্নাই থেকে কলকাতা? ধোনির এই সতীর্থকে দলে টানতে আগ্রহী শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

   

এখন সামনে আইপিএল ২০২৬ মিনি নিলাম (IPL 2026), অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত। তার আগে নভেম্বর ১৫ তারিখে শেষ হবে রিটেনশন ডেডলাইন। কেকেআর ম্যানেজমেন্ট এবার কিছু অভিজ্ঞ ও তরুণ প্রতিভাবান ক্রিকেটারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে, যাতে আবারও ২০২৪ সালের মতো ট্রফি জেতার লড়াইয়ে ফিরতে পারে।

চলুন দেখে নেওয়া যাক, কোন চার ক্রিকেটারকে লক্ষ্যবস্তু করতে পারে কেকেআর আইপিএল ২০২৬ নিলামে —

১. লিউক উড

ইংল্যান্ডের বাঁহাতি পেসার লিউক উড হতে পারেন কেকেআরের পেস আক্রমণের নতুন অস্ত্র। গত সিজনে স্পেনসার জনসনের ব্যর্থতার পর উডের মতো বোলারকে দলে নেওয়া হতে পারে কার্যকরী পদক্ষেপ। টি২০ ক্রিকেটে তার ১৯৯ ম্যাচে ২১০ উইকেট, ইকনোমি রেট ৮.৪২, যথেষ্ট প্রভাবশালী পরিসংখ্যান।

উডের বিশেষত্ব তার বলের দুই দিকেই সুইং করার দক্ষতা, বিশেষ করে ডানহাতি ব্যাটারদের বিপক্ষে ইনসুইং ডেলিভারি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আইএলটি২০, ও বিগ ব্যাশ লিগে তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে একটি নির্ভরযোগ্য বিকল্পে পরিণত করেছে। ২০২৪ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছেনও।

২. টম ব্যান্টন

ইংল্যান্ডের আগ্রাসী ওপেনার টম ব্যান্টন আবারও কেকেআরের দরজায় কড়া নাড়তে পারেন। ২০২০-২১ মরশুমে কেকেআরের জার্সিতে দুই ম্যাচ খেলেছিলেন ব্যান্টন। এবার তার ফর্ম ও স্ট্রাইক রেট (১৪৩.৭৪) দেখে ফ্র্যাঞ্চাইজি আবারও আগ্রহী হতে পারে।

Advertisements

ব্যান্টনের বড় শক্তি স্পিন-বোলারদের বিরুদ্ধে দ্রুত রান তোলা, পাশাপাশি তিনি উইকেটকিপার হিসেবেও দলের ভার কমাতে পারেন। যদি কেকেআর গুরবাজ ও কুইন্টন ডি কককে ছেড়ে দেয়, তবে ব্যান্টন হতে পারেন তাদের আদর্শ বিকল্প।

৩. পৃথ্বী শ

২০২৫ সালের নিলামে অবিক্রীত থাকলেও পৃথ্বী শ বর্তমানে দারুণ ফর্মে। ঘরোয়া ক্রিকেটে একাধিক সেঞ্চুরি করে তিনি নিজের ফর্মে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কেকেআরের ওপেনিং বিভাগ গত মরশুমে ছিল বড় সমস্যা, যেখানে গুরবাজ ও ডি কক কেউই ধারাবাহিক রান করতে পারেননি।

পৃথ্বীর ১,৮৯২ আইপিএল রান ও ১৪৭-এরও বেশি স্ট্রাইক রেট তাকে আদর্শ টপ-অর্ডার বিকল্প করে তোলে। তরুণ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি কেকেআরের ভবিষ্যৎ বিনিয়োগ হতে পারেন।

৪. ক্যামেরন গ্রিন

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে কেকেআরের আগ্রহ নতুন নয়। আন্দ্রে রাসেলের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বিকল্প খোঁজা ফ্র্যাঞ্চাইজির কাছে জরুরি হয়ে পড়েছে।

গ্রিন এখন পর্যন্ত আইপিএলে ২৯ ম্যাচে ৭০৭ রান ও ১৬ উইকেট নিয়েছেন। তার ব্যাট-বল দুইদিকের সামর্থ্য কেকেআরকে আবারও ভারসাম্যপূর্ণ দল গড়ার সুযোগ দেবে। যদি তারা ভেঙ্কটেশ আইয়ার মতো ব্যয়বহুল চুক্তি ছেড়ে দেয়, তবে প্রায় ৩০ কোটি টাকার বাজেট খালি হবে। গ্রিনের জন্য বড় বিড করার সুযোগ এনে দিতে পারে।