HomeSports NewsCricketনিলামের আগে এই চার তারকাকে ছেড়ে দিচ্ছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

নিলামের আগে এই চার তারকাকে ছেড়ে দিচ্ছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

- Advertisement -

২০২৫ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক (IPL 2026)। অজিঙ্ক রাহানের নেতৃত্বে তিনবারের চ্যাম্পিয়ন দল ১৪ ম্যাচে মাত্র ৫টি জয় পেয়ে অষ্টম স্থানে শেষ করে এবং প্লে-অফের টিকিট হারায়। এমন ফলাফলের পর ২০২৬ সিজনের (IPL 2026) আগে বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে কেকেআর। দলের ব্যর্থ পারফর্মারদের ছেড়ে দিয়ে নিলামের আগে পার্স বাড়িয়ে নতুন ও প্রভাবশালী ক্রিকেটারদের দলে টানতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

চলুন দেখে নেওয়া যাক, আইপিএল ২০২৬ নিলামের আগে কেকেআর সম্ভাব্য চারজন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে—

   

১. ভেঙ্কটেশ আইয়ার

আইপিএল ২০২৫ মেগা নিলামে কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটিতে দলে নিয়েছিল। কিন্তু প্রত্যাশার তুলনায় পারফরম্যান্স ছিল খুবই খারাপ। তিনি ১১ ম্যাচে করেছেন মাত্র ১৪২ রান, গড় ছিল মাত্র ২০.২৮। এমন পারফরম্যান্সের পর তার বিশাল প্রাইস ট্যাগ এখন কেকেআরের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ফলে দল সম্ভবত আইয়ারকে ছেড়ে দিয়ে নতুন কোনো অলরাউন্ডারকে দলে নেবে।
উল্লেখ্য, আইপিএলে ভেঙ্কটেশ আইয়ার এখন পর্যন্ত ৬২ ম্যাচে ১৪৬৮ রান করেছেন, যেখানে রয়েছে ১২টি অর্ধশতক ও ১টি শতরান।

২. আনরিখ নকিয়া

দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নকিয়াকে কেকেআর আইপিএল ২০২৫ নিলামে ৬.৫ কোটিতে দলে নিয়েছিল। তবে চোটের কারণে তিনি মাত্র দুই ম্যাচ খেলেন এবং বল হাতে কোনো প্রভাব ফেলতে পারেননি। তার ইনজুরি-প্রবণতা ও ধারাবাহিকতার অভাবের কারণে দলটি নর্টিয়েকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তার এখন পর্যন্ত আইপিএলে ৪৮ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন এবং লিগের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত।

৩. কুইন্টন ডি কক

দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কককে কেকেআর ৩.৬ কোটিতে কিনেছিল। কিন্তু ২০২৫ মরশুমে তিনি ৮ ম্যাচে করেছেন মাত্র ১৫২ রান। তার পারফরম্যান্স দলকে হতাশ করেছে। আগামী নিলামে অন্য কোনো তরুণ বা দেশীয় উইকেটকিপার পাওয়া গেলে কেকেআর ডি কককে ছেড়ে দিতে পারে। আইপিএলে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ডি কক করেছেন ৩৩০৯ রান, যেখানে রয়েছে ২টি শতরান ও ২৪টি অর্ধশতক।

৪. স্পেন্সার জনসন

অস্ট্রেলিয়ান বামহাতি পেসার স্পেন্সার জনসনকে কেকেআর আইপিএল ২০২৫ নিলামে ₹২.৮ কোটিতে দলে নিয়েছিল। কিন্তু তার পারফরম্যান্স ছিল একেবারেই নিষ্প্রভ, ৪ ম্যাচে মাত্র ১টি উইকেট। এমন পারফরম্যান্সের পর তাকে ছেড়ে দিয়ে দলটি নতুন কোনো কার্যকর বিদেশি পেসার খুঁজতে পারে। জনসন এখন পর্যন্ত আইপিএলে ৯ ম্যাচে মোট ৫টি উইকেট নিয়েছেন।

২০২৫ মরশুমের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কেকেআর এবার বড় পরিবর্তনের পথে হাঁটবে বলেই ধারণা। টিম ম্যানেজমেন্ট হয়তো তরুণ প্রতিভা ও ফর্মে থাকা বিদেশি খেলোয়াড়দের দিকে ঝুঁকবে। ২০২৬ আইপিএলে নিজেদের পুরনো জয়ী ছন্দ ফিরে পেতে দলটির প্রয়োজন নতুন উদ্যম ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular