বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির আঁচ এবার এসে পড়ল আইপিএলেও। আসন্ন আইপিএল মরশুমে (IPL 2026) একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু এই দলবদল ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
মুস্তাফিজুর ইস্যুতে বলিউড বাদশাকে বিরাট সতর্কবার্তা এই রাজনৈতিক দলের
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, ধর্মীয় হানাহানি এবং মৌলবাদীদের আগ্রাসনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে ভারতের একাংশ। সেই আবহেই সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, এহেন পরিস্থিতিতে মুস্তাফিজুরকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া আদৌ উচিত কি না? অনেকের অভিযোগ, সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় প্রকাশ্যে কোনও অবস্থান নেননি মুস্তাফিজুর। সেই ‘নীরবতা’কেই কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।
রাজ্যের হিন্দুত্ববাদী সংগঠনের একাংশ সরাসরি কেকেআরের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাঁদের দাবি, বর্তমান পরিস্থিতিতে কোনও বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলার সুযোগ দেওয়া উচিত নয়। সোশাল মিডিয়ায় কেকেআর বয়কটের ডাকও উঠেছে। প্রশ্ন উঠছে বিসিসিআইয়ের ভূমিকাও, বোর্ড কি এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে?
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে বোর্ডের এক শীর্ষ সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, “এই বিষয়টি বিসিসিআইয়ের এক্তিয়ারের মধ্যে পড়ে না। বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে খেলতে পারবেন না। এমন কোনও নির্দেশ সরকারিভাবে দেওয়া হয়নি। ফলে এই মুহূর্তে বোর্ডের হস্তক্ষেপের প্রশ্নই নেই।”
তিন মহাদেশে পাঁচবার মহাযুদ্ধ! কবে কোথায় মুখোমুখি ভারত-পাক? দেখুন
উল্লেখযোগ্যভাবে, কেকেআর বরাবরই বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একটি পরিচিত ঠিকানা। এর আগে মাশরাফি মোর্তাজা, শাকিব আল হাসান ও লিটন দাস নাইট শিবিরের প্রতিনিধিত্ব করেছেন। সেই ধারাবাহিকতায় এবার দলে এলেন মুস্তাফিজুর রহমান। ৯.২০ কোটি টাকায় তাঁর দলবদল আইপিএল নিলামে বাংলাদেশের কোনও ক্রিকেটারের ক্ষেত্রে সর্বোচ্চ দাম।
আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতাও কম নয়। এখনও পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৬০টি ম্যাচ খেলেছেন তিনি, সংগ্রহ করেছেন ৬৫টি উইকেট। ডেথ ওভারে তাঁর কাটার ও বৈচিত্র্য বরাবরই আইপিএলের আকর্ষণ।
আইপিএল ইস্যুতে শাহরুখের পাশে ইমাম সভাপতি রশিদি
সব বিতর্কের মাঝেও প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি কেকেআরের জার্সিতে মাঠে নামতে পারবেন ‘ফিজ’? সরকারি বা বোর্ড স্তরে কোনও বাধা না এলে আপাতত তাঁর খেলার পথ খোলা। তবে মাঠের বাইরের চাপ এবং রাজনৈতিক আবহ ভবিষ্যতে কী মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটমহল।
