নিলামের আগে অধিনায়কের দায়িত্ব পেলেন নাইটদের এই তারকা

ipl-2026-kkr-star-varun-chakaravarthy-tamil-nadu-captain-news

আইপিএল মিনি নিলামের (IPL 2026) ঠিক আগে মিলল বড় সুখবর। দীর্ঘদিন ধরেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের অনবদ্য দক্ষতার পরিচয় দিয়ে আসছেন কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আন্তর্জাতিক মঞ্চ থেকে আইপিএলের বর্ণিল আঙিনায়, সব জায়গাতেই নিজের বলের জাদুতে প্রতিপক্ষকে বিভ্রান্ত করেছেন তিনি। আর সেই সাফল্যেরই প্রাপ্য সম্মান এবার পেলেন তামিলনাড়ুর এই তারকা স্পিনার।

Advertisements

ছুটিতেই নতুন যাত্রা শুরু করলেন এই বাগান ফুটবলার, ভাইরাল ছবি

   

প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব

আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে তামিলনাড়ুর অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বরুণ। ঘরোয়া ক্রিকেটে এই প্রথমবার নেতৃত্বের দায়িত্ব সামলাতে চলেছেন তিনি। আইপিএল নিলামের আগে এমন বড় সুযোগ বরুণের কেরিয়ারে নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন ক্রিকেট মহল।

দলে অভিজ্ঞ ক্রিকেটার সাই কিশোর এবং প্রাক্তন অধিনায়ক নারায়ণ জগদীশন থাকা সত্ত্বেও নির্বাচকেরা ভরসা রেখেছেন বরুণের ওপর। জগদীশনকে করা হয়েছে বরুণের ডেপুটি। এতে স্পষ্ট, দলের কৌশলগত পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বরুণ চক্রবর্তী।

দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ

মিস্ট্রি স্পিনে ব্যাটারদের সমস্যায় ফেললেও এখন নতুন পরীক্ষা দলের দায়িত্ব নেওয়া। মাঠের ভেতর কেবল অসাধারণ স্পেল দিয়েই ম্যাচ জেতানো নয়, এবার পুরো দলকে একসূত্রে বেঁধে পরিচালনাতেও দেখা যাবে তাঁকে। বরুণ নিজেও এই নতুন দায়িত্ব নিয়ে বেশ উত্তেজিত। কঠোর পরিশ্রম আর নিয়মিত পারফরম্যান্সই তাঁকে এখানে পৌঁছে দিয়েছে, আর এখন সেই আস্থার মূল্য দিতে মরিয়া তিনি।

Advertisements

শেষ উইকেটের আক্ষেপ! অসমের বিরুদ্ধে ৭ পয়েন্ট হাতছাড়া বাংলার

১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল মিনি নিলামের আগে এই দায়িত্ব বরুণের আত্মবিশ্বাস নিঃসন্দেহে আরও বাড়িয়ে দেবে। গত কয়েক মরসুমে নাইটদের জয়ে বরুণের ভূমিকা যেমন ছিল গুরুত্বপূর্ণ, তেমনই জাতীয় দলেও সাম্প্রতিক সময়ে সুযোগ পেয়েছেন তিনি। ফলে ঘরোয়া ক্রিকেটে এই নেতৃত্ব তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

তামিলনাড়ুর ভরসা এখন বরুণ

তামিলনাড়ুর ক্রিকেট ইতিহাসে বরাবরই উঠে এসেছে অনেক প্রতিভাবান ক্রিকেটার। এবার সেই তালিকায় নিজের নামকে আরও উজ্জ্বল করলেন বরুণ চক্রবর্তী। তাঁর নেতৃত্বে কীভাবে পারফর্ম করবে তামিলনাড়ু—সেই দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। ঘরোয়া ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলোবরুণের, আর এই নেতৃত্বের সিঁড়িই তাঁকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে দেবে—এমনটাই আশা ভক্তদের।