নিলামে এই প্রোটিয়া ক্রিকেটারের জন্য বিডিং ওয়ারে CSK vs KKR!

ipl-2026-david-miller-auction-target-csk-vs-kkr

আইপিএল ২০২৬ (IPL 2026) নিলাম যত এগিয়ে আসছে, ততই বাড়ছে জল্পনা। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলারকে ঘিরে এবার হতে পারে বড়সড় বিডিং ওয়ার। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছেন ইতিমধ্যেই ভারত সফরে এসে গিয়েছেন মিলার। এই সিরিজেই তিনি প্রমাণ করতে চান যে তাঁর ‘ফিনিশার’ পরিচয় এখনও অটুট।

প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ সেরা কোহলি, কি পুরস্কার দিল ICC!

লখনউ সুপার জায়ান্টস তাঁকে রিটেন করেনি। তাই মিলার এবার নিলামের তালিকায় নাম তুলেছেন। ঠিক এই সময়েই নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া জানিয়েছেন, একাধিক দল মিলারকে দলে টানতে পারে।

   

আকাশ চোপড়া জানান, “এটা ডেভিড মিলারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। লখনউ তাকে ছেড়ে দিলেও সে মানসম্মত ক্রিকেটার। আজকের আইপিএলে ৬ বা ৭ নম্বরে ব্যাট করতে পারে এমন ফিনিশারের প্রয়োজন প্রায় সব দলেরই। চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে কলকাতা নাইট রাইডার্স।”

তিনি আরও যোগ করেন, “দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, এমনকি মিলারের পুরোনো দল গুজরাট টাইটান্সও ব্যাকআপ বিদেশি ব্যাটারের খোঁজে থাকবে। ফলে মিলার দামী বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই বেশি।”

আইপিএল ২০২৬ নিলামের জন্য মোট ১,৩৯০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন। সেখান থেকে বাছাই করে ৩৫০ জনের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়েছে। এর মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি। ১০ দলের মিলিত স্কোয়াডে এখনও ৭৭টি স্লট খালি, যার মধ্যে ৩১টি স্থান শুধুই বিদেশি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত। ফলে মিলারের মতো প্রতিষ্ঠিত ফিনিশারদের চাহিদা স্বাভাবিকভাবেই তুঙ্গে।

ডেভিড মিলারের সাম্প্রতিক ফর্ম এবং অভিজ্ঞতা তাঁকে নিলামের অন্যতম আকর্ষণে পরিণত করেছে। চোপড়ার কথামতো, বেশ কিছু দল তাঁকে নজরে রাখছে। সিএসকে, কেকেআর থেকে শুরু করে দিল্লি, রাজস্থান কিংবা গুজরাট অনেকেই যদি বিডে নামতে চায়, তাতে অবাক হওয়ার কিছু নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন