নিলামে কাদের চাইছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি? সামনে এল রিপোর্ট কার্ড!

ipl-2026-auction-kkr-targets-report-card

কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিংরুমে (IPL 2026) এ যেন নতুন যুগের সূচনা। এক বছরের ব্যবধানেই বদলে গেল দলের অর্ধেক চেহারা। ভেঙ্কটেশ আইয়ারকে রেকর্ড দামে কেনা থেকে তাঁকে রিলিজ। এই যাত্রাপথই যেন কেকেআরের গত মরশুমের উত্থান-পতনের প্রতিচ্ছবি। তাঁর সঙ্গে ছাড়পত্র পেয়েছেন কুইন্টন ডি’কক, রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, মইন আলি, স্পেনসার জনসন, আনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া ও লভনিত সিসোদিয়া। সব মিলিয়ে ফাঁকা হয়ে গেছে মোট ১৩টি স্লট।

Advertisements

খুব উঁচুতে উড়তে পারলেও রকেটের মতো মহাকাশে পৌঁছাতে পারে না কেন যুদ্ধবিমান?

   

এই বিশাল শূন্যতা ভরাটেই ১৬ ডিসেম্বরের মিনি নিলামে নামবে কেকেআর। হাতে রয়েছে ৬৪.৩০ কোটি টাকা। ফলে সূক্ষ্ম কৌশল, হিসেব-নিকেশ আর চোখে পড়ার মতো কিছু চমকের ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট।

পেসার স্লটে নজর: লিউক উড কি আসছেন ইডেনে?

মিচেল স্টার্কের বিকল্প ভেবে আনা হয়েছিল স্পেনসার জনসনকে। কিন্তু চার ম্যাচে মাত্র ১ উইকেট ও ওভারপ্রতি ১০ বেশি রান দিয়ে তিনি হতাশ করেন। এবার সেই জায়গায় নজর পড়েছে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লিউক উডের দিকে। টি-টোয়েন্টিতে তাঁর ১৯৯ ম্যাচে ২১০ উইকেট, ইকোনমি সাড়ে আটের কম। পিএসএল, বিগ ব্যাশ, আইএলটি২০–তে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই পেসার সুইং করাতে পারেন দু’দিকেই। গতবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে।

উইকেটকিপার-ব্যাটার: ডি’কক ও গুরবাজের জায়গায় কে?

গত মরশুমের ব্যাটিং ব্যর্থতার মূল্য দিতে হয়েছে গুরবাজ এবং ডি’কককে। তাঁদের জায়গায় কেকেআরের রাডারে রয়েছে দু’জন—

টম ব্যান্টন: ওপেনিংয়ের পাশাপাশি দায়িত্বজ্ঞানসম্পন্ন উইকেটকিপার।

জস ইংলিশ: গতবার পঞ্জাবের হয়ে ১১ ম্যাচে ২৭৮ রান, স্ট্রাইক রেট ১৬২.৫৭, এক্স-ফ্যাক্টর হতে পারেন।

Advertisements

অলরাউন্ডার স্লট: রাসেলের যুগের শেষ, গ্রিনের শুরু?

১১ বছরের সম্পর্কের ইতি। ‘রাসেলম্যানিয়া’ আর দেখা যাবে না ইডেনে। যদিও কম দামে তাঁকে ফের কেনার জানালা খোলা রাখতে পারে কেকেআর, শোনা যাচ্ছে আরেক অজি তারকা ক্যামেরন গ্রিনই মূল লক্ষ্য। ২৯ আইপিএল ম্যাচে ৭০৭ রান ও ১৬ উইকেট। ব্যাট-বলে ভারসাম্য আনার জন্য উপযুক্ত মনে করছে ফ্র্যাঞ্চাইজি।

ওপেনিং স্লট: পৃথ্বী শ’র প্রতি ফের আগ্রহ

পূর্ব মরশুমে ওপেনিং ছিল কেকেআরের মাথাব্যথার প্রধান কারণ। এবার সেই জায়গায় নজর পড়েছে অবিক্রীত থেকে যাওয়া পৃথ্বী শ’র দিকে।

আইপিএলে তাঁর রান ১,৮৯২, স্ট্রাইক রেট ১৪৭। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা পৃথ্বী দু’টি সেঞ্চুরিও করেছেন। ফলে তাঁকে দলে নিলে পাওয়ারপ্লে আরও শক্তিশালী হবে।

অধিনায়ক কি রাহানে?

দেড় কোটি টাকা দামে কেনা অজিঙ্ক রাহানে গত মরশুমে ছিলেন নেতৃত্বে। ১৩ ম্যাচে ৩৯০ রান করে নজরও কাড়েন। গুঞ্জন ছিল কেএল রাহুলকে দলে এনে তাঁর হাতে নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত রাহানেকেই রেখে দিয়েছে কেকেআর এবং শোনা যাচ্ছে, আগামী মরশুমেও নেতৃত্বের ব্যাটন তাঁর হাতেই।