২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে পাখির চোখ করে ধীরে ধীরে নিজেদের সেরা কম্বিনেশন তৈরি করতে চাইছে বিসিসিআই (Indian Cricket Team)। তারই অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ভারতীয় দল। সবচেয়ে বড় খবর নেতৃত্বে ফিরতে পারেন রোহিত শর্মা, আর সহ-অধিনায়কের দায়িত্বে আসতে পারেন বিরাট কোহলি।
সেঞ্চুরি করেও অনিশ্চিত ভবিষ্যৎ! এই ক্রিকেটারকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে BCCI
বিশ্বকাপের প্রস্তুতিতে বড় সিদ্ধান্ত
গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই ভারতের ফোকাস পুরোপুরি সীমিত ওভারের ক্রিকেটে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ দুই মেগা ইভেন্টকে সামনে রেখে দল গঠনে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বোর্ড। সেই সূত্রেই সম্প্রতি শুভমন গিলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেছিল ভারত। তবে সেই সিরিজে ২-১ ব্যবধানে হারের পর তরুণ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ
আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি, ২০২৬ থেকে। গুজরাটের কোটাম্বিতে প্রথম ম্যাচের পর সৌরাষ্ট্র ও ইন্দোরে অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
সূচি সংক্ষেপে:
প্রথম ওডিআই: ১১ জানুয়ারি, কোটাম্বি (গুজরাট)
দ্বিতীয় ওডিআই: ১৪ জানুয়ারি, সৌরাষ্ট্র
তৃতীয় ওডিআই: ১৮ জানুয়ারি, ইন্দোর
রোহিতের প্রত্যাবর্তন, বিরাটের দায়িত্ব
সূর্য নন! বিশ্বকাপের আগে এই ক্রিকেটারকে দায়িত্ব দিয়ে বড় চমক বোর্ডের
বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। মুম্বাইয়ের হয়ে মাত্র ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৯টি ছয় ও ১৮টি চার নির্বাচকদের নজর কেড়েছে। সেই সঙ্গে বিরাট কোহলিও নিজের ক্লাস দেখিয়েছেন ১৩১ রানের ঝকঝকে ইনিংস খেলে। এই দুই সিনিয়র ক্রিকেটারের অভিজ্ঞতাকেই এবার ভরসা করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
শুভমন গিলের সাম্প্রতিক ফর্মহীনতা ও চোট সমস্যার কারণে আপাতত নেতৃত্বের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ভারতের সম্ভাব্য স্কোয়াড:
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি (সহ-অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণা
