ভারতের ব্যটিং ব্যর্থতায় দায়ী বিরাট-রোহিত! বিশ্লেষণে ভারতীয় কিংবদন্তি স্পিনার

indian-cricket-team-batting-collapse-anil-kumble-reacts

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটি টেস্টে ভারতীয় (Indian Cricket Team) ব্যাটিংয় লাইন আপ ভেঙে পড়া পারফরম্যান্স নতুন কিছু নয়। তবে ইডেনের স্পিন বিভ্রান্তি থেকে শুরু করে গুয়াহাটির বাউন্স ও পেসের সামনে আত্মসমর্পণ। সব মিলিয়ে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারত কোচ অনিল কুম্বলে। সরাসরি আঙুল তুললেন অভিজ্ঞতার ঘাটতিতে, পাশাপাশি প্রশ্ন তুললেন সাম্প্রতিক সিদ্ধান্ত ও ব্যাটিং অর্ডারের অস্থিরতা নিয়েও।

ভারতীয় টেস্ট দলে এখন নেই বিরাট কোহলি, রোহিত শর্মা বা চেতেশ্বর পূজারা, তিনজনই অবসর নিয়েছেন। বাদ পড়েছেন অজিঙ্ক রাহানে। তার উপর চোটের কারণে গুয়াহাটি টেস্টে অধিনায়ক শুভমন গিলও মাঠে নামতে পারেননি। গুরুত্বপূর্ণ চার-পাঁচজন অভিজ্ঞ ব্যাটার একসঙ্গে সরে যাওয়ায় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ যে কাঁপছে, সেটাই কুম্বলের মতে ভারতের সবচেয়ে বড় উদ্বেগ।

   

সম্প্রচারকারী চ্যানেলের আলোচনায় কিংবদন্তি স্পিনার বলেন, “বিরাট-রোহিত-পূজারা অবসর নিয়েছে, রাহানেও নেই। শুভমনও খেলছে না। গত তিন-চার বছরে ভারতীয় ব্যাটিংয়ের চারজন প্রথিতযশা ব্যাটার হয় অবসর নিয়েছে, নয়তো দলে নেই। এত পরিবর্তনের ফলে খেলোয়াড়রা বেসামাল হয়ে যাচ্ছে।”

দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনের বাউন্সে জুরেল-পন্থদের অস্বস্তি। অথবা টপ অর্ডারের দ্রুত ভেঙে পড়া, এসব দেখে স্পষ্টই হতাশ কুম্বলে। তাই শুধু অনভিজ্ঞতা নয়, ব্যাটিং অর্ডারের স্থিরতার অভাবও পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

কুম্বলে আরও যোগ করেন, “একটা দিন খারাপ যেতেই পারে। ৬টা বা ৮টা টেস্টেও ফর্মহীনতা থাকতে পারে। কিন্তু একই সমস্যা যদি ১০-১২টা টেস্ট ধরে চলতে থাকে, তবে বুঝতে হবে ব্যাটিং অর্ডারে স্থিরতা নেই। এটা হতাশাজনক। আমার মনে হয়, তরুণ ব্যাটারদেরও আরও দায়িত্ব নিতে হবে।”

ভারতীয় দলের বর্তমান রূপান্তরের সময়টা নিঃসন্দেহে কঠিন। একদিকে নতুন প্রজন্মের উত্থান, অন্যদিকে অভিজ্ঞদের প্রস্থান। দুইয়ের মাঝে ব্যাটিং অর্ডার বারবার বদল হওয়ায় ছন্দ পাচ্ছে না দল। কুম্বলের দৃষ্টিতে এই অস্থিরতাই মূলত তরুণদের ব্যাটিংয়ে চাপ বাড়াচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন