নবি মুম্বই: শেষ হল ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ। স্বপ্নের শহরে বিশ্বসেরা হয়ে এখন সেন্টার অফ দ্য এট্রাকশন হরমণপ্রীত কৌরের ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আগুনে ব্যাটিং দিয়ে শুরু করেছিল ভারত।
𝐂.𝐇.𝐀.𝐌.𝐏.𝐈.𝐎.𝐍.𝐒 🏆
Congratulations to #TeamIndia on winning their maiden ICC Women’s Cricket World Cup 🇮🇳
Take. A. Bow 🙌#WomenInBlue | #CWC25 | #Final | #INDvSA pic.twitter.com/rYIFjasxmc
— BCCI Women (@BCCIWomen) November 2, 2025
শেফালি ভার্মা ও দীপ্তি শর্মার দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে ভর করে ভারত দাঁড় করিয়েছিল ২৯৯ রানের বিশাল স্কোর যা নারী বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। তবে ইনিংসের শেষভাগে গতি হারানোই বড় আফসোস হয়ে রইল হরমনপ্রীতদের।
বৃষ্টি-জর্জরিত সকালে দুই ঘণ্টা দেরিতে শুরু হলেও, একবার মাঠে নামতেই ভারতীয় ব্যাটাররা শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার ওপেনিং জুটি ছিল চোখধাঁধানো। মাত্র আট ওভারেই ৫৮ রানের পার্টনারশিপ তুলে ফেলেন তারা।
শেফালির ব্যাটে ঝড় — প্রথম ১৯ বলেই পাঁচটি চারের সঙ্গে তাঁর ব্যাট থেকে বেরোয় একাধিক মনোরম ড্রাইভ। অন্যদিকে, মান্ধানা ছিলেন ক্যালকুলেটেড কিন্তু মারকাটারি, বিশেষ করে ব্যাক-কাট ও কাভার ড্রাইভে রান উঠছিল দ্রুতগতিতে। স্মৃতির সংগ্রহ ৪৫, শেফালী করেন ৮৭ এবং দীপ্তির ব্যাট থেকে আসে ৫৮।
তবে দক্ষিণ আফ্রিকার বোলাররা পরে ম্যাচে ফিরতে সক্ষম হয়। নাদিন দে ক্লার্ক ও বাঁহাতি স্পিনার ননকুলুলেকো ম্লাবার মিশ্র গতির বলে ভারতীয় ব্যাটারদের তাল কেটে যায়। ৯ থেকে ১৩ ওভারের মধ্যে ভারত মাত্র ১৩ রান তোলে, যা ইনিংসের গতি কমিয়ে দেয়।
২৯৯ রান করতে নেমে শুরু টা ধীরগতিতে করলেও অধিনায়ক লৌরা উলফার্ট ঝোড়ো ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকান। তার সংগ্রহ ১০১। অধিনায়াল লৌরা ছাড়া দক্ষিণ আফ্রিকার আর কোনো ব্যাটার নজর করতে পারেননি।
শেফালী ভার্মা তার আগুনে বোলিং দিয়ে তুলে নেন ২ টি উইকেট যদিও তিনি পার্ট টাইম বোলার এবং যথাযথ সঙ্গে দিয়ে দীপ্তি শর্মা তুলে নেন ৪ উইকেট। ঝোড়ো ব্যাটিং সঙ্গে নিখুঁত লক্ষ্যে স্ট্যাম্প তো স্ট্যাম্প বোলিং। সঙ্গে এনার্জেটিক ফিল্ডিং দিয়ে আজ ভারত ৫৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরা ভারতের মেয়েরা।
আজ ভারতীয় মহিলা প্রাক্তনীদেরও চোখে জল। মাঠে উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামি, আনজুম চোপড়া মিথালি রাজের মত অভিজ্ঞ খেলোয়াড়। খেলা শেষে প্রত্যেকে ইমোশনাল হয়ে পড়েন। কারণ তাদের এতদিনের স্বপ্ন আজ পূরণ করল হরমানপ্রীত কৌরের নারী বাহিনী।


