ভারতের ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) মধ্যে নির্ধারিত ম্যাচের টিকিট কাটার জন্য বরাবাটি স্টেডিয়ামের বাইরে শুক্রবার সকাল থেকেই সৃষ্টি হলো চরম ভিড় ও হুলস্থুলের পরিস্থিতি। হাজারো ক্রিকেটপ্রেমী টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন, আর গেট খোলার সঙ্গে সঙ্গে ধাক্কাধাক্কি ও দৌড়ঝাপের মতো দৃশ্য প্রতক্ষ্য হয়েছে।
বিশ্বকাপ খেলবেন না মেসি! একী বললেন আর্জেন্টাইন তারকা?
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিপুল সংখ্যক মানুষ স্টেডিয়ামের গেটের বাইরে অপেক্ষা করছেন। গেট খোলার মুহূর্তে উন্মত্ত ভিড় যেন একে অপরকে ধাক্কা মেরে এগিয়ে চলেছে। টিকিট কাটার এহেন অব্যবস্থাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অনলাইনে পর্যাপ্ত টিকিট না থাকায় জনসাধারণের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে।
বরাবাটি স্টেডিয়ামে মোট ৪৫,০০০ আসন থাকলেও এর মধ্যে প্রায় ২০,০০০ আসনই বিক্রির জন্য ছাড়া হয়েছে। বাকিটা ভিআইপি ও অন্যান্য পাস হিসেবে সংরক্ষিত। টিকিটের ঘাটতি থাকায় কালোবাজারিতে টিকিটের দাম বহুগুণ বেড়েছে। যেখানে ১,০০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৬,০০০ টাকায়, সেখানে ৬,০০০ টাকার টিকিট ১১,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
Massive turnout at Barabati Stadium today as fans line up for India–South Africa T20 tickets.
One hopes @dcp_cuttack, @cpbbsrctc & @Satya0168 have ensured proper crowd-control arrangements, because the visuals below tell a different story–something essential is missing to keep… pic.twitter.com/heRx96QDFT
— Soumyajit Pattnaik (@soumyajit) December 5, 2025
এমন পদপিষ্ট পরিস্থিতি কটকের মতো বড় শহরের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনের পদপিষ্টে ১১ জনের মৃত্যু হয়েছিল। তারপরও কেন ওড়িশা প্রশাসন এই পরিস্থিতি ঠেকাতে ব্যর্থ হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।
বরাবাটি স্টেডিয়ামে আগামী ৯ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেটপ্রেমীরা শীতের সকালে কাঁপতে কাঁপতে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন, আর প্রশাসন ও অ্যাসোসিয়েশনের জন্য এটি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

