
দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতেও টস-ভাগ্য সহায় হল না ভারতের। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামছে সূর্যকুমার যাদবের দল। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, শেষ ম্যাচের গুরুত্ব আলাদা। একদিকে সিরিজ জয়ের হাতছানি, অন্যদিকে টেস্ট সিরিজে ধাক্কার পর টি-টোয়েন্টিতে পা হড়কালে সমালোচনার ঝাঁজ আরও বাড়ার আশঙ্কা। সব মিলিয়ে আজকের ম্যাচ কার্যত ‘করো না মরো’ ভারতের কাছে।
পদ্মাপারের আগুনের আঁচে উত্তপ্ত উত্তর-পূর্বাঞ্চল
লখনউয়ে ঘোর বায়ুদূষণ আর কুয়াশার কারণে আগের ম্যাচ ভেস্তে যাওয়ায় সিরিজের ফয়সালা গড়িয়েছে আহমেদাবাদে। যোগীরাজ্যে খেলা না হওয়ায় হতাশ ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ছিলেন এই ম্যাচের দিকেই। শেষ পর্যন্ত আজই নির্ধারিত হবে টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের প্রথম একাদশে এসেছে তিনটি পরিবর্তন। সবচেয়ে আলোচিত বদলটি শুভমন গিলকে ঘিরে। চোটের কারণে শেষ ম্যাচে খেলতে পারছেন না গিল। তাঁর জায়গাতেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সুযোগ পেলেন সঞ্জু স্যামসন। ধারাবাহিকভাবে দলে জায়গা না পাওয়ার অভিযোগের মাঝেই সঞ্জুর জন্য এটি বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ।
এছাড়াও দলে ফিরেছেন জশপ্রীত বুমরাহ। পেস আক্রমণে তাঁর উপস্থিতি যে কোনও দলের জন্যই বাড়তি আত্মবিশ্বাস। অন্যদিকে কুলদীপ যাদবের বদলে একাদশে ঢুকেছেন ওয়াশিংটন সুন্দর, যিনি ব্যাটে-বলে ভারসাম্য এনে দিতে পারেন বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
সূর্যকুমারদের সামনে সমীকরণ স্পষ্ট জিতলে সিরিজ ভারতের, হারলে ড্র। কিন্তু বাস্তবটা শুধু অঙ্কে সীমাবদ্ধ নয়। টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ধাক্কা খাওয়ার পর টি-টোয়েন্টিতেও যদি সিরিজ জেতা না যায়, তবে নতুন যুগের ভারতীয় দলের নেতৃত্ব ও দিশা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাই আহমেদাবাদের উইকেটে আজ শুধু একটি ম্যাচ নয়, খেলছে ভারতের মর্যাদা আর আত্মবিশ্বাসও।
এখন দেখার, গিলের অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন কতটা সুযোগ কাজে লাগাতে পারেন। আর বুমরাহ-সুন্দরের প্রত্যাবর্তনে ভারত আদৌ সিরিজের শেষ হাসি হাসতে পারে কি না।
A look at #TeamIndia‘s Playing XI for the 5⃣th T20I 🙌
Updates ▶️ https://t.co/kw4LKLNSl3#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/oYOpdh32ne
— BCCI (@BCCI) December 19, 2025










