বর্ষাপাড়া স্টেডিয়ামে গুয়াহাটি টেস্টের প্রথম দিন (India vs South Africa) শেষ হল রোমাঞ্চ আর উত্থান-পতনের সমাহারে। দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা দাপট দেখালেও শেষ সেশনে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। আর এই পালাবদলের কেন্দ্রে ছিলেন স্পিন জাদুকর কুলদীপ যাদব। ৪৮ রান দিয়ে তুলে নিলেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট।
দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ড দিনের শেষে দাঁড়ালো ২৪৭/৬। প্রথমদিন আড়াইশো ছোঁয়ার আগেই ভারতের বোলারদের নৈপুণ্যে থমকাল প্রোটিয়াদের এগিয়ে যাওয়ার গতি। দলের জন্য সর্বোচ্চ ৪৯ রান করেন ত্রিস্তান স্টাবস, আর অধিনায়ক তেম্ভা বাভুমা যোগ করেন ৪১।
ইডেনে হারের পর ভারতের দলে দু’টি বদল চোটের কারণে বাইরে শুভমান গিল ও অক্ষর প্যাটেল। সুযোগ পেলেন সাই সুদর্শন ও নীতীশ কুমার রেড্ডি। সর্বোপরি, টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হল ঋষভ পন্থের।
সকালের সেশনে কিছুটা সুইং থাকায় বুমরাহ-সিরাজদের স্পেল সামলাতে বেগ পেতে হয় মার্করাম ও রিকেলটনকে। তবে ভারতীয় ফিল্ডারদের হাতছাড়া ক্যাচে বেঁচে যান মার্করাম। শেষ পর্যন্ত বুমরাহই তাঁকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান। সকালের সেশনে যেখানে ধারাবাহিক উইকেটের দেখা মেলেনি, লাঞ্চের আগে সেখানে দলের দ্বিতীয় সাফল্য এনে দেন কুলদীপ যাদব। রিকেলটনকে উইকেটের পেছনে চমৎকার ক্যাচ নেন অধিনায়ক পন্থ।
তবে ভারতের তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি বিশেষভাবে হতাশ করেছেন। প্রায়ই লাইন-লেংথ হারিয়ে ফেলে তিনি বাড়তি চাপ বাড়িয়ে দেন পন্থ ও ভারতীয় বোলারদের ওপর। স্টাবস-বাভুমার জুটি তখন সেট হয়ে গিয়েছিল। জাদেজাকে দেরিতে আনা হলেও তা ফলপ্রসূ হয়। তাঁর বলে বাভুমার গুরুত্বপূর্ণ উইকেটটি নেন যশস্বী জয়সওয়াল, অসাধারণ ডাইভিং ক্যাচে।
হাফসেঞ্চুরির দোরগোড়ায় থাকা স্টাবসকে (৪৯) ফিরিয়ে দেন কুলদীপ। এবার আর ভুল করেননি কেএল রাহুল, স্লিপে নিরাপদে জমা করেন সহজ-সরল ক্যাচটি। নতুন বলে শেষ মুহূর্তে টনি ডে জর্জিকে (২৮) আউট করে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেন মহম্মদ সিরাজ। আলো-আঁধারিরসময়ে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দিন শেষে ক্রিজে রয়েছেন সেনুরান মুত্থুস্বামী ও কাইল ভেরেনি।
Stumps on Day 1!
An absorbing day’s play comes to an end! 🙌
3⃣ wickets for Kuldeep Yadav
1⃣ wicket each for Jasprit Bumrah, Ravindra Jadeja and Mohd. SirajScorecard ▶️ https://t.co/Hu11cnrocG#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/XwAptOQ13s
— BCCI (@BCCI) November 22, 2025
