ক্যানবেরার বৃষ্টিপাতের কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ (India vs Australia) বাতিল হওয়ার পর শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারত। টসে আবারও হেরে প্রথমে ব্যাট করতে হবে ভারতীয় দল।
ভারতের জন্য স্বস্তির খবর হচ্ছে, অধিনায়ক সূর্যকুমার যাদব শারীরিক এবং মানসিকভাবে চাঙা অবস্থায় ফিরেছেন। সাম্প্রতিক সময়ে তিনি এশিয়া কাপ ও ওয়ানডে সিরিজে ছন্দহীন ছিলেন। তবে ক্যানবেরার ম্যাচে সূর্যকুমারের ইনিংসটি দেখিয়েছে, তিনি আগের মতোই ঝাঁঝালো রানে ফিরেছেন। একই সঙ্গে শুভমন গিলও ভালো ছন্দে রয়েছেন।
দলের রণনীতি আগের মতোই থাকবে। ক্যানবেরার ম্যাচের মতো মেলবোর্নেও তিন স্পিনার খেলবেন অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হয়নি, প্রথম ম্যাচের ১১জনই মাঠে থাকবেন।
মেলবোর্নেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অস্ট্রেলিয়া দলের নতুন মুখ ডেভিড ও নাথান এলিস প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মেলবোর্নে। নব্বই হাজার দর্শকের সামনে মাঠে নামার জন্য তারা বেশ উচ্ছ্বসিত।
তবে ভারতের জন্য মেলবোর্নের মাঠ সুখস্মৃতি পূর্ণ। তিন বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখানেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার সূর্যকুমার ও তার সতীর্থরা কি সেই জয়ের ধারাবাহিকতা রাখতে পারবেন, সেটাই দেখার।
2nd T20I India XI: A. Sharma, S. Gill, S. Yadav (c), T. Varma, S. Samson (wk), S. Dube, A. Patel, H. Rana, K. Yadav, V. Chakaravarthy, J. Bumrah. https://t.co/7LOFHGtfXe #TeamIndia #AUSvIND #2ndT20I
— BCCI (@BCCI) October 31, 2025




