বিশ্বকাপে পরপর দুই ম্যাচে পরাজয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের (India Womens Cricket Team) ওপর নেমে এল আইসিসি’র শাস্তির খাঁড়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্লো ওভার রেট বা ধীর বোলিংয়ের কারণে ভারতীয় দলকে গুনতে হয়েছে জরিমানা। এক্ষেত্রে হরমনপ্রীত কৌররের নেতৃত্বাধীন দল ম্যাচ ফি’র ৫ শতাংশ কাটা হয়েছে।
বিশাখাপত্তনমে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় এই শাস্তি আরোপ করা হয়। আইসিসির ধারা ২.২২ অনুযায়ী, প্রতি ওভার কম করলেই খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ কেটে নেওয়া হয়। ম্যাচ রেফারি মিচেল পেরেরা ভারতের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করেন। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, ফলে আলাদা করে কোনও শুনানির প্রয়োজন হয়নি।
বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হলেও মাঝপথে হোঁচট খেয়েছে ভারত। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর ভারত নকআউটের দিকে এগোচ্ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সেই সম্ভাবনায় ধাক্কা লাগে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিবারের ম্যাচে বড় রান করেও জয় অধরাই থেকে যায়।
মেসির আগেই ভারতের আসছেন ‘CR7’! কবে এবং কোথায় খেলবেন ম্যাচ?
এই হারের পর ভারত পয়েন্ট টেবিলে এখন চতুর্থ স্থানে রয়েছে। চার ম্যাচে চার পয়েন্ট পাওয়া ভারতকে এখন নকআউটে যেতে হলে বাকি দুটি ম্যাচেই জয় পেতে হবে। বিশেষ করে সামনে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষ।
বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ। এর আগে অবশ্য ভারতকে নিজস্ব গতি ও ছন্দ ফিরে পেতে হবে। একদিকে ফর্মের চাপ, অন্যদিকে মাঠের বাইরে রাজনৈতিক টানাপোড়েন। সবকিছুর মধ্যেও ভারতীয় মহিলা দলের এখন একটাই লক্ষ্য জয়, এবং নকআউট নিশ্চিত করা।
India have been fined for slow over-rate during their game against Australia at #CWC25.
Details ⬇️https://t.co/qp2hmAzB3i
— ICC (@ICC) October 15, 2025
India Cricket Team fined for slow over-rate against Australia in ICC Womens World Cup 2025