আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই সিরিজের জন্য এখনও পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই। তবে বোর্ড সূত্রে খবর, ৩ অথবা ৪ জানুয়ারির মধ্যেই ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হতে পারে। আর সেই সম্ভাব্য স্কোয়াড ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা।
সূর্য নন! বিশ্বকাপের আগে এই ক্রিকেটারকে দায়িত্ব দিয়ে বড় চমক বোর্ডের
সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে ঘিরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে দুরন্ত শতরান করেও নিউজিল্যান্ড সিরিজে তাঁর জায়গা অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীন চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি শুভমন গিল। তবে সেই চোট কাটিয়ে তিনি সম্পূর্ণ ফিট, আর নিউজিল্যান্ড সিরিজেই তাঁর প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত। শুধু তাই নয়, তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে সম্ভবত ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল।
এছাড়াও দলে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া সফরের সময় শেষ ওয়ানডেতে পাঁজরের চোটে ছিটকে গিয়েছিলেন তিনি। বর্তমানে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন চালিয়ে যাচ্ছেন শ্রেয়স। ফিটনেস পরীক্ষায় সবুজ সংকেত পেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর কামব্যাকও সময়ের অপেক্ষা।
ধারাবাহিক পারফরম্যান্সেও অনিশ্চিত রুতুরাজ
রুতুরাজ গায়কোয়াড়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ খুব কমই রয়েছে। ব্যাট হাতে তিনি ধারাবাহিকভাবে রান করে চলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান তাঁর ফর্মেরই প্রমাণ। তবুও প্রথম একাদশে নিজের জায়গা পাকা করতে পারছেন না এই ডানহাতি ওপেনার।
লিস্ট এ ক্রিকেটে রুতুরাজের পরিসংখ্যান রীতিমতো চোখ ধাঁধানো। ৯৪টি ম্যাচে ৫৭.১৪ গড়ে ৪,৬৮৬ রান, যার মধ্যে রয়েছে ১৮টি শতরান ও ১৮টি অর্ধশতরান। তা সত্ত্বেও শুভমন গিল ও রোহিত শর্মার মতো তারকাদের প্রত্যাবর্তনে ওপেনিং বিভাগে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠতে পারে তাঁর জন্য। ফলে আরও একবার বাদের খাতায় নাম লেখানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।
ভারতীয় দলের সম্ভাব্য স্কোয়াড :
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি
