পরাজয়ের ব্যর্থতা ভুলে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত

icc-womens-world-cup-2025-india-vs-england-turning-point

আইসিসি মহিলা বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হারের মুখ দেখেছে ভারতীয় দল। বিশ্বকাপের (ICC Womens World Cup) শুরুটা দারুণ হলেও হঠাৎ ছন্দপতনেই সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে হরমনপ্রীত কৌরের দলের জন্য। রবিবার ইন্দোরে অপরাজিত ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে মরিয়া ‘ওমেন ইন ব্লু’।

Advertisements

বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল স্বপ্নের মতো। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে বড় জয় তুলে নিয়েছিল ভারত। ব্যাট হাতে রিচা ঘোষ, স্মৃতি মান্ধানা এবং বল হাতে রাজেশ্বরী গায়কোয়াড়রা দারুণ ফর্মে ছিলেন। তবে তার পরের দুটি ম্যাচে হারের ফলে ভারতীয় শিবিরে খানিকটা অস্থিরতা দেখা দিয়েছে। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা ভারতকে এখন শেষ দুটি ম্যাচের অন্তত একটি জিততেই হবে নকআউট নিশ্চিত করতে। দু’টি ম্যাচেই জয় এলে নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল।

ক্রিকেটে ‘Gen-Z’ বিপ্লব! নতুন ফরম্যাট নিয়ে উত্তেজনা তুঙ্গে

এই মুহূর্তে ভারতের প্রধান উদ্বেগের বিষয় অধিনায়ক হরমনপ্রীত কৌরের ফর্ম। এখনও পর্যন্ত ব্যাট হাতে রানের মধ্যে দেখা যায়নি তাঁকে। তবে দল তাঁর পাশে আছে। অলরাউন্ডার দীপ্তি শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “অধিনায়ক আমাদের অন্যতম স্তম্ভ। ও ফিরে আসবে। আমরা ওর উপর সম্পূর্ণ আস্থা রাখি।” তিনি আরও বলেন, “দুই ম্যাচে হারলেও মনোবল ভাঙেনি। প্রথম দু’টি ম্যাচ আমরা জিতেছি। তাই আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের অভিজ্ঞতা আমাদের কাজে দেবে।”

Advertisements

প্রসঙ্গত, কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। সেই জয় অনেকটাই মানসিকভাবে শক্তি যোগাচ্ছে হরমনপ্রীতদের। তবে বিশ্বকাপে ইংল্যান্ড এখনও পর্যন্ত অপরাজিত। তাই রবিবারের ম্যাচ যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।

বিশ্বকাপে এবার প্রতিটি দলই কমবেশি প্রতিদ্বন্দ্বিতা করছে। ভারতীয় দলের নেট রান রেট পজিটিভ হলেও প্রতিটি ম্যাচ এখন থেকে “ডু অর ডাই” হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে জয় শুধু আত্মবিশ্বাস ফেরাবে না, সেমিফাইনালের দরজাও অনেকটা খুলে দেবে।

সব মিলিয়ে রবিবার ইন্দোরে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। হরমনপ্রীতরা ঘুরে দাঁড়াতে পারেন কি না, সেদিকেই নজর গোটা দেশের।