কিংবদন্তীকে টপকে রেকর্ড বুকের শীর্ষে হরমনপ্রীত, বিশ্বকাপে নতুন নজির

harmanpreet kaur

বিশ্বকাপ মানেই রেকর্ডের পাতা নতুন করে লেখার গল্প। ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) আবারও সেই ইতিহাসের অংশ হয়ে গেলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে মাত্র ২৯ বলে ২০ রান করেও তিনি গড়ে ফেললেন এক অসাধারণ রেকর্ড। আইসিসি নকআউট ম্যাচে সর্বাধিক রান করা ক্রিকেটার হিসেবে টপকে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ককে।

Advertisements

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে হরমনপ্রীত কৌর দীপ্তি শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ভারতের ইনিংসকে মজবুত করেন। দু’জনের মধ্যে হাফ-সেঞ্চুরির জুটি গড়ে ওঠে, যা ম্যাচের মোড় ঘোরাতে বড় ভূমিকা নেয়। শেষ পর্যন্ত হরমনপ্রীত ২৯ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন, কিন্তু তার আগেই ইতিহাসের পাতায় নিজের নাম অঙ্কিত করে যান।

   

আইসিসি নকআউট ম্যাচে হরমনপ্রীতের মোট রান এখন ৩৩১, গড় ১১০.৩৩। রয়েছে একটি সেঞ্চুরি ও দু’টি হাফ-সেঞ্চুরি। এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন বেলিন্ডা ক্লার্ক, যাঁর রান ছিল ৩৩০। চারটি হাফ-সেঞ্চুরি ছিল তাঁর ঝুলিতে, সর্বোচ্চ স্কোর ৯১।

Advertisements

হরমনপ্রীতের নকআউট ইনিংসের সেরা এখনও সেই কিংবদন্তি ২০১৭ সালের বিশ্বকাপ সেমিফাইনাল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর অপরাজিত ১৭১ রানের ঝড়ো ইনিংস। চলতি বিশ্বকাপেও সেই ধার বজায় রেখেছেন তিনি। অজিদের বিরুদ্ধেই খেলেছেন ৮৮ বলে ৮৯ রানের ঝকঝকে ইনিংস, জেমাইমা রদ্রিগেজের সঙ্গে গড়েছেন ১৬৭ রানের রেকর্ড পার্টনারশিপ।

চলতি বিশ্বকাপে হরমনপ্রীতের মোট রান ২৬০, আট ইনিংসে গড় ৩২.৫০, সর্বোচ্চ ৮৯। ব্যাট হাতে ধারাবাহিকতা ও নেতৃত্বের মেলবন্ধনে তিনি আবারও প্রমাণ করলেন—ভারতীয় মহিলা ক্রিকেটের আস্থার অন্য নাম হরমনপ্রীত কৌর।