শামি-শাহবাজের জাদুতে দাপট বাংলার, দাঁড়াল ১২ পয়েন্ট

bengal-beat-gujarat-win-ranji-trophy-2025

রঞ্জি ট্রফির (Ranji Trophy 2025) দ্বিতীয় ম্যাচে গুজরাটকে ১৪১ রানে হারিয়ে টানা দুই ম্যাচ জিতল বাংলা। ম্যাচে বিশেষভাবে আলোচনার কেন্দ্রে ছিলেন দুই বোলার মহম্মদ শামি ও শাহবাজ আহমেদ। প্রথম ম্যাচে ৭ উইকেট তুলে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দেওয়া শামি, দ্বিতীয় ম্যাচে ৮ উইকেট তুলে দলের জয় নিশ্চিত করেছেন। তার মধ্যে দ্বিতীয় ম্যাচে ছিল ‘পাঞ্জা’ অর্থাৎ পাঁচ উইকেট। অন্যদিকে চোট সারিয়ে ফিরে আসা শাহবাজ আহমেদ ম্যাচে মোট ৯ উইকেট নিয়েছেন।

Advertisements

বাংলার এই জয়ের মূল চাবিকাঠি ছিল দুই বোলারের সংমিশ্রণ। চতুর্থ দিনে গুজরাটের উর্ভিল প্যাটেল ও জয়মিত প্যাটেলের জুটি বাংলার জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছিল। তবে আচমকা উর্ভিল চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হলে নামেন উমং কুমার। শাহবাজ তাকে ফেরান এবং এরপর শামি ম্যাচের ছন্দ পরিবর্তন করে। শেষ দিকে ধারাবাহিক তিন উইকেট তুলে শামি গুজরাটের সমস্ত আশা ভেঙে দেন। যদিও উর্ভিল ১০৯ রান করে ফিরলেও শেষ পর্যন্ত বাংলার জয় অটুট থাকে।

   
ডার্বির আগে শেষ লড়াই! গ্রুপে পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইস্ট-মোহন

ম্যাচের প্রথম ইনিংসে বাংলা ২৭৯ রানে অলআউট হয়। সুমন্ত গুপ্ত ৬৩, অভিষেক পোড়েল ৫১ এবং সুদীপ কুমার ঘরামি ৫৬ রান করেন। জবাবে গুজরাটকে একেবারেই স্বস্তিতে থাকতে দেননি বাংলার বোলিং। একমাত্র মনন হিংরাজিয়া ৮০ রানে প্রতিরোধ গড়লেও, শামি-শাহবাজদের দাপটে গুজরাট ১৬৭ রানে অলআউট হয়। এতে বাংলা পায় ১১২ রানের বড় লিড।

দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটিং ধীরগতিতে এগিয়েছিল, যা নিয়ে কিছু সমালোচনা হয়েছিল। সুদীপ কুমার ও অনুষ্টুপ মজুমদার হাফসেঞ্চুরি করেন। দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা সুদীপের রানের গতিতে উদ্বেগ থাকলেও, বৃষ্টির সম্ভাবনা এবং দিনের আলোর সীমাবদ্ধতার কারণে ধীরগতির ব্যাটিংকে স্বাভাবিক ধরা যায়। ৩৪ ওভারের খেলা শেষে বাংলা ডিক্লেয়ার করে ২১৪/৮ রান নিয়ে।

Advertisements

গুজরাটের জন্য দ্বিতীয় ইনিংসে লক্ষ্য ছিল ৩২৭ রান। উর্ভিলের ঝড়ো ব্যাটিং শুরুর দিকে ম্যাচ ড্রয়ের শঙ্কা সৃষ্টি করেছিল। কিন্তু বাংলার বোলাররা প্রথম বল থেকেই চাপ তৈরি করেন। অভিষেক দেশাইকে প্রথম বলেই ফেরান শামি, এরপর আকাশ দীপ আর্য দেশাইকে আউট করেন। সপ্তম ওভারে মননও ফেরেন। এরপর উর্ভিল ও জয়মিত জুটি কিছুটা সময় কাঁপালেও, শাহবাজ এবং শামির ধারাবাহিক উইকেটগুলো গুজরাটের সব লড়াই শেষ করে।

শেষ পর্যন্ত শামি দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ৮ উইকেট নেন। শাহবাজ এই ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচে মোট ৯ উইকেট নেন। বাংলার জন্য টানা দুই ম্যাচ জয়ের ফলে রঞ্জি ট্রফিতে ১২ পয়েন্টের যোগ হলো।