এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) মঞ্চে আজ ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহির (India vs UAE) লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচের বাইরেও এক অন্যরকম লড়াই এখন আলোচনার কেন্দ্রে গৌতম গম্ভীর (Gautam Gambhir) বনাম লালচাঁদ রাজপুত (Lalchand Rajput)। গুরু বনাম প্রাক্তন ছাত্রের এই লড়াই শুধুই ক্রিকেটীয় পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে ইতিহাস এবং অভিজ্ঞতার লড়াই।
নতুন দলের দায়িত্ব নিতে কেরালায় এসে গিয়েছেন আন্দ্রে চেরনিশভ
২০০৭ সালে ধোনির নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম স্থপতি ছিলেন ভারতের তৎকালীন ম্যানেজার লালচাঁদ রাজপুত। সেই দলেরই নির্ভরযোগ্য ওপেনার ছিলেন গৌতম গম্ভীর। দীর্ঘ ১৮ বছর পর, এবার তাঁরা দুই দেশের কোচ হিসেবে একে অপরের মুখোমুখি। তবে এবার তার চ্যালেঞ্জ আরও কঠিন। ভারতীয় ক্রিকেটে সাফল্যের পর তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন ছোট দলের সঙ্গে। আফগানিস্তান, হংকংয়ের মতো দেশকে ক্রিকেটের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার তাঁর মিশন UAE। ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে হারিয়ে চমক দেখানো আমিরশাহির পরবর্তী লক্ষ্য ভারতের বিরুদ্ধে ইতিহাস গড়া।
টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত এবার এশিয়া কাপ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে। অধিনায়কত্বে সূর্যকুমার যাদব, সহ-অধিনায়ক শুভমন গিল। গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল নতুন ধারায় গড়ে উঠেছে। গত কয়েক সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপেনিং জুটি নজর কেড়েছে। তবে এবার দলে ফিরেছেন শুভমন। ওপেনিংয়ে অভিষেকের সঙ্গে তিনিই নামার সম্ভাবনা। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের জায়গা পড়তে পারে প্রশ্নের মুখে। মিডল অর্ডারে রয়েছেন তিলক ভার্মা, যিনি সম্প্রতি তিন নম্বরে ভালো ছন্দে রয়েছেন। সূর্যকুমার নিজে নামছেন চারে।
এশিয়া কাপে অভিষেক হবে ৭ ক্রিকেটারের, কারা পাবেন প্রথম একাদশে সুযোগ?
মিডল অর্ডারে বিকল্প কিপার ব্যাটার হিসেবে থাকছেন জিতেশ শর্মা, যিনি গত কয়েক ম্যাচে ভালো পারফর্ম করেছেন। ফলে সঞ্জু যদি দলে থাকেন, তাহলে একজন গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ব্যাটারকে বসাতে হতে পারে। সেটা টিম ম্যানেজমেন্টের বড় সিদ্ধান্ত হতে চলেছে।
দুবাইয়ের উইকেট ঘাসযুক্ত হলেও সাধারণত স্পিনাররাই এখানে বেশি সুবিধা পান। তবে বোলিং কম্বিনেশন নিয়ে এখনই নিশ্চিত নয় ভারত। বুমরা ও অর্শদীপ থাকবেন মূল পেসার হিসেবে। সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চতুর্থ পেসার হিসেবে শিবম দুবে বা হর্ষিত রানার মধ্যে একজন সুযোগ পেতে পারেন। স্পিনে অক্ষর প্যাটেল নিশ্চিত, তাঁর সঙ্গে কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীর মধ্যে যেকোনও একজন খেলতে পারেন। পার্টটাইম স্পিনার হিসেবে অভিষেক শর্মাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
সংযুক্ত আরব আমিরশাহির দলে বড় নাম না থাকলেও সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অধিনায়ক নেতৃত্বে দল তরুণ ও উদ্যমী। ব্যাটিংয়ে ওপেনার বাসিল হামিদ, মিডল অর্ডারে আলিশান শরাফ এবং বোলিংয়ে জহুর খানদের পারফরম্যান্সেই নির্ভর করছে তাঁদের সাফল্য। তবে বড় চ্যালেঞ্জ থাকবে ভারতের পেস ও স্পিন আক্রমণের বিরুদ্ধে ধৈর্য ধরে টিকে থাকা।
Match 2 ⚔️
Powerhouse India 🇮🇳 take on an ever-rising UAE 🇦🇪 in the latter’s home turf!#INDvUAE #DPWorldAsiaCup2025 #ACC pic.twitter.com/m7rIHijPGY
— AsianCricketCouncil (@ACCMedia1) September 10, 2025
কাগজে-কলমে ভারত অনেক এগিয়ে। অভিজ্ঞতা, স্কিল, ব্যাটিং গভীরতা কিংবা বোলিং ভারসাম্য সবদিক দিয়েই এগিয়ে তারা। তবে দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি খেলছে ভারত, যেখানে UAE সদ্য শেষ করেছে আন্তর্জাতিক সিরিজ। এই ম্যাচ ভারতের কাছে আত্মবিশ্বাস ঝালিয়ে নেওয়ার সুযোগ, আবার UAE-র কাছে নিজেকে প্রমাণ করার মঞ্চ। লালচাঁদ রাজপুতের মতো প্রাক্তন গুরু যখন প্রতিপক্ষ শিবিরে, তখন চ্যালেঞ্জ সহজ নয় গম্ভীরের জন্যও। বিশ্বকাপের প্রস্তুতি যেমন শুরু হচ্ছে, তেমনি ইতিহাস লেখার সুযোগ থাকছে লালচাঁদ রাজপুতের জন্য।
Cricket World will shaw fight between Gautam Gambhir & Lalchand Rajput not India vs UAE in Asia Cup 2025