Cricket News: সম্মান বাঁচানোর ম্যাচে জয়লাভ বাংলাদেশের, সিরিজ বিজেতা ভারতই

Bangladesh Women's Team

Cricket News: সম্মান রক্ষার ম্যাচে অবশেষে সম্মান রক্ষা হল বাংলাদেশের। শের-ই-বাংলাতেই আজ ভারতীয় মহিলা ক্রিকেট দলকে ৪ উইকেট হারিয়ে দিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এর আগেই অবশ্য সিরিজের বাকি দুটো টি-২০ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। হেরেও ওপর বাংলার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত টস জিতে ব্যাটিং নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে তাঁর দল। অর্থাৎ মোট রান দেখে বোঝাই যায়, ব্যাট হাতে কেউই দাঁড়াতে পারেননি পিচে। “ক্যাপ্টেন’স ইনিংস” না বলা গেলেও ৪১ বলে ৪০ রান করেন হরমনপ্রীত নিজে। দলে সেটাই সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ হল ২৮, করেছেন জেমিমা রড্রিজ। বাকিরা ২০ও টপকাতে পারেননি।

   

বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খাতুন চার ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ১৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সুলতানা খাতুন। মারুফা আখতার বাদে বাকি সবাই পেয়েছেন একটি করে উইকেট।

৬ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে ১০৩ রান তুলে ফেলে বাংলাদেশী ব্যাটাররা। ৪৬ বলে ৪২ রানের ইনিংস খেলে যান বাংলাদেশ ওপেনার শামিমা সুলতানা। তবে মিন্নু মানির দ্বারা রান আউট হয়ে যান তিনি। বাংলাদেশের ব্যাটিংও ভারতের থেকে একেবারেই আলাদা। শামিমা বাদে যে সাতজন মাঠে নেমেছেন, তাঁরা কেউ ২০ রানও করননি। তাঁদের দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ১৪, করেছেন অধিনায়ক নিগার সুলতানা।

ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ নেন দেবিকা বৈদ্য। ৪ ওভারে ২ উইকেট নেন মিন্নু মিনা, তবে রান দেন ২৮। এছাড়া জেমিমা নেন একটি উইকেট। এগারো বলে এক রান বাকি থাকতেই দীপ্তি শর্মার বলে এক রান নিয়ে নিয়ে ম্যাচ জেতান রিতু মনি

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন