Sri Lanka Crisis : জ্বলছে মাতৃভূমি, ভারতে মন কাঁদছে সাঙ্গাকারা-জয়বর্ধনেদের

Sri Lanka Crisis

শ্রীলঙ্কায় লঙ্কা-কাণ্ড (Sri Lanka Crisis)। অগ্নিমূল্য, নেট বন্ধ, কার্ফু, কিছুই বাকি নেই সেখানে। প্রতিবাদে রাস্তায় নেমেছেন সেখানকার সাধারণ মানুষ। মন কাঁদছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে আসা কুমারা সাঙ্গাকারা, মহেলা জয়াবর্ধনেদের।

মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচ মহেলা জয়াবর্ধনে। সামাজিক মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন নিজের মতামত। ‘আমার দেশের মানুষ গভীর সংকটের মধ্যে রয়েছেন। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। কিছু ভুল সিদ্ধান্তের জন্য আজ শ্রীলঙ্কার এই দুর্দশা। একটু ভেবে পদক্ষেপ নিলেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।’ বলেছেন মাহেলা।

   

 

‘যারা দেশের অর্থনীতি দেখভালের দায়িত্বে ছিলেন তাঁদের ওপর থেকে মানুষ আস্থা হারিয়েছেন। আমাদের এমন একটা দল প্রয়োজন যারা দেশের সংকটে পাশে দাঁড়াতে পারবে। অপচয় করার মতো সময় আর হাতে নেই।’

সাঙ্গাকারা বলেছেন, ‘অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আমার দেশের নাগরিকরা। বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন লড়াই চালাতে হচ্ছে। ব্যক্তি, পরিবারের এই অসহায় অবস্থা হৃদয়বিদারক।’

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন