Cricket Buzz: বিরাটের অনুপস্থিতিতে প্রবল দাবিদার এই ২ ক্রিকেটার

Cricket Buzz: আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচের তিন দিন আগে বিরাট কোহলি তার…

KS Bharat and Dhruv Jurel

Cricket Buzz: আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচের তিন দিন আগে বিরাট কোহলি তার নাম প্রত্যাহার করে নেওয়ায় বড় ধাক্কা খায় টিম ইন্ডিয়া। এখন এর পরেই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে যে বিরাট কোহলির জায়গায় টিম ইন্ডিয়ার সঙ্গে কে যোগ দেবেন। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও বদলির নাম ঘোষণা করা হয়নি, তবে বর্তমান স্কোয়াড অনুযায়ী এই জায়গার জন্য ২ জন প্রতিযোগীর নাম শোনা যাচ্ছে।

টেস্ট দলে চার নম্বর পজিশনে খেলেন বিরাট কোহলি। ধারাবাহিকভাবে এই পজিশনে খেলে গেছেন তিনি। কিন্তু এখন তার অনুপস্থিতিতে বিরাটের পরিবর্তে দলে একমাত্র বিকল্প কেএল রাহুল। অর্থাৎ রাহুল চার নম্বরে খেলতে পারেন। একই সঙ্গে তার অনুপস্থিতির কারণে দলের অন্দরে কে হবেন ষষ্ঠ ব্যাটসম্যান তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই পদের জন্য লড়াই কে এস ভরত এবং ধ্রুব জুরেলের মধ্যে।

রাজস্থান রয়্যালসের তারকা খেলোয়াড় ধ্রুব জুরেলকে প্রথমবার টিম ইন্ডিয়ায় নির্বাচিত করা হয়েছে। তিনি কবে অভিষেক করতে পারেন সেটাই এখন দেখার বিষয়। প্রথম দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন তিনি। এবার বিরাট কোহলির বিদায়ে তার জন্য সুযোগ এসেছে। ধ্রুব জুরেল বা কেএস ভরতের মধ্যে একজনই দলে জায়গা পেতে পারেন। বর্তমান ইন্ডিয়া এ এবং ইংল্যান্ড লায়ন্সের মধ্যে চলমান ম্যাচে কেএস ভরত সম্প্রতি সেঞ্চুরি করে তার দাবি জোরদার করেছেন।

টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং ১১
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, কেএস ভারত/ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জাসপ্রিত বুমরাহ।