Sunday, December 7, 2025
HomeSports Newsএই শহরে ক্রিকেট খেলা একদম বারণ, খেললে দিতে হয় জরিমানা

এই শহরে ক্রিকেট খেলা একদম বারণ, খেললে দিতে হয় জরিমানা

- Advertisement -

ক্রিকেট (Cricket) বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। সম্প্রতি বিশ্বকাপে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ক্রিকেটের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য আইসিসি প্রতিনিয়ত কাজ করে চলেছে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। শুনলে অবাক হবেন ইতালির একটি শহরে ক্রিকেট নিষিদ্ধ।

গিল সরতেই খুলল কপাল! ২ বছর টিম ইন্ডিয়ার বাইরে থাকা ক্রিকেটার হলেন অধিনায়ক

   

ইতালির মনফালকোনের অ্যাড্রিয়াটিক উপকূলের কাছে একটি শহর রয়েছে। ইতালির এই শহরের মেয়র ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছেন। শহরের মেয়র আনা মারিয়া সিসেন্ট মনে করেন এই শহরের সংস্কৃতি বাঁচাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতালির মনফালকোন শহরের মোট জনসংখ্যা প্রায় ৩০ হাজার। শহরের প্রতি তিনজন মানুষই বিদেশি। ১৯৯০ সাল থেকে মনফালকোনে বিদেশি অভিবাসীদের আগমন শুরু হয়। এদের অধিকাংশই বাংলাদেশি মুসলিম।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, মনফালকোন শহরে সরকারের ফ্যানটিয়েরি কোম্পানি রয়েছে। এই সংস্থাটি বড় ক্রুজ এবং জাহাজ তৈরির জন্য বিখ্যাত। এই কোম্পানিতে অনেক প্রবাসী বাংলাদেশী কাজ করেন। মেয়র আনা মারিয়া সিসান্ট এটিকে শহরের বড় সমস্যা হিসেবে দেখছেন। বিবিসিকে বলেছেন, ‘বাংলাদেশি মুসলিমরা ইতালির জনগণের সঙ্গে বসবাসের যোগ্য নয়। আমাদের ইতিহাস ও ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। সবকিছু খারাপ হয়ে যাচ্ছে।’

মনফালকোনের মেয়র দাবি করেছেন, তিনি শহর ও খ্রিস্টান মূল্যবোধ রক্ষার জন্য কাজ করছেন। বাংলাদেশের মুসলমানরা এই শহরের জন্য কিছুই করেনি। সিসিন্টের মতে, ক্রিকেট পিচ তৈরি করার মতো তহবিল শহরের নেই। ক্রিকেট ইনজুরির কারণ হতে পারে। শহরের বাইরের যে কেউ ক্রিকেট খেলতে পারে। শহরে কাউকে ক্রিকেট খেলতে দেখা গেলে তাকে জরিমানা করা হবে।

অক্ষর, রাহুল দু’জনেই বাদ! ভারতীয় একাদশ নিয়ে বড় দাবি

দুই বছরের এক শিশু ক্রিকেট বলের আঘাতে আহত হওয়ায় পার্কে ক্রিকেট খেলা নিষিদ্ধ করেন মেয়র। এছাড়া পাবলিক প্লেসে ক্রিকেট খেলাও নিষিদ্ধ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular