সম্প্রতি কোভিড-১৯ ভাইরাসে সংক্রামিত হয়েছিলেন ইমামি ইস্টবেঙ্গল (East bengal) এফসির হেডকোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephan Constantine) এবং সহকারী কোচ বিনো জর্জ।সোমবার ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের টুইটার হ্যান্ডেলে এই নিয়ে এক টুইট পোস্ট করা হয়েছে।
সোমবার বিকেলে ওই টুইট পোস্টের ক্যাপসনে লেখা,”দূরের দিগন্তে যুদ্ধ হাজার,
মাটিতে পা তাই পড়ল রাজার 👑 🔴🟡
THE BOSS IS BACK! 🫡
#JoyEastBengal #EmamiEastBengal #TorchBearers ” মুহুর্তে ভাইরাল এই পোস্টের থেকে এটা পরিষ্কার যে হেডকোচ স্টিফেন কনস্ট্যানটাইন কোভিড মুক্ত। আর তাই এদিন মাঠে এসে দলের অনুশীলনের সঙ্গে যোগ দিতে দেখা গেল পোড় খাওয়া এই কোচকে।
সোমবার সকালে বৃষ্টি মাথায় নিয়েই ফুটবলারদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন হেডকোচ স্টিফেন কনস্ট্যানটাইন।এদিনের অনুশীলনে ভিপি সুহের এবং অঙ্কিত মুখার্জী দুজনেই মাঠে ঘাম ঝড়িয়েছে চোটমুক্ত হয়ে।
৭ দিনের আইসোলেশনে ছিলেন লাল হলুদ হেডকোচ স্টিফেন কনস্ট্যানটাইন।টুইট পোস্টের ক্যাপসনে ইস্টবেঙ্গল কোচ লিখেছেন,”কোভিডের জন্য পজিটিভ পরীক্ষার পরে 7 দিন বিচ্ছিন্ন থাকার পরে, আমি আগামীকাল সকালে কাজে ফিরে যেতে পেরে খুশি ⚽️⚽️⚽️⚽️।”
এখন শুধু ইমামি ইস্টবেঙ্গল নয় ইন্ডিয়ান সুপার লীগে অংশগ্রহণকারী সব টিমগুলোর পাখির চোখ এই টুর্নামেন্ট। ডুরান্ড কাপের শেষ ম্যাচে জয় লাল হলুদ শিবিরের ছন্দে ফেরার ইঙ্গিত। গত আইএসএলে একমাত্র জয় এসেছিল নাওরেম মহেশ সিংর জোড়া গোলে এফসি গোয়ার বিরুদ্ধে। লীগের লাস্ট বয়ের লজ্জার তকমা জার্সিতে সেটে রয়েছে।গত সেশনের মতো ২০২২-২৩ সেশনে টিমে রয়েছেন নাওরেম মহেশ সিং। স্মৃতি টাটকা, কিন্তু এবার অন্য মেজাজে দেখতে চাইছে লাল হলুদ জনতা প্রিয় দলকে।