Mohun Bagan-East Bengal: তিন দিন পরেই মোহনবাগান-ইস্টবেঙ্গল বড় ম্যাচ

ফের মুখোমুখি হচ্ছে মোহন বাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। আগামী ১৬ ডিসেম্বর বড় ম্যাচ। ফিরতি ডার্বির (Mohun Bagan-East Bengal) তারিখও প্রকাশ্যে এসেছে। শুরু হতে চলেছে…

Derby Match

ফের মুখোমুখি হচ্ছে মোহন বাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। আগামী ১৬ ডিসেম্বর বড় ম্যাচ। ফিরতি ডার্বির (Mohun Bagan-East Bengal) তারিখও প্রকাশ্যে এসেছে।
শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৭ জাতীয় যুব লীগ। কলকাতার একাধিক দল রয়েছে এবারের টুর্নামেন্টে। টুর্নামেন্টের ক্রীড়া সূচি আগেও একবার ঘোষণা করা হয়েছিল। সেই মতো খেলা শুরু করা হয়নি। নতুন করে সূচি প্রকাশিত হয়েছে। প্রথম ম্যাচে নামবে কলকাতার দুই ক্লাব।

Advertisements

 আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা  

Advertisements

আগামীকাল ১৩ ডিসেম্বর ইউনাইটেড স্পোর্টস ও মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচ রয়েছে। এরপরই ডার্বি খেলতে নামবে মোহন বাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৭ দলের বিরুদ্ধে বাগানের অনূর্ধ্ব ১৭ দলের ডার্বি আগামী ১৬ ডিসেম্বর। ফিরতি ডার্বি ২০২৪ এর ৯ জানুয়ারি হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অংশ নিতে চলা প্রত্যেক ক্লাবেই চলছে প্রস্তুতি।

 আরও পড়ুন: Mohun Bagan: হারলেও নিজেদের লক্ষ্যে সফল বাগান-বাহিনী  

বেশ কঠিন পর্বের সম্মুখীন হতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্টের তরুণ দল। ইউনাইটেড স্পোর্টস তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনার ব্যাপারে বছরের পর বছর পরিশ্রম করছে। ছোটোদের খেলা হলেও মোহন ইস্ট ম্যাচ মানেই ডার্বি। এছাড়াও সবুজ মেরুন ব্রিগেডকে খেলতে হবে মহামেডান স্পোর্টিং ক্লাব, ওড়িশা এফসি ও স্পোর্টিং ওড়িশার যুব দলের সঙ্গে।