পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ও বিতর্কের সম্পর্ক পুরনো। এবার পিসিবির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন এই পাক ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলার কথা ছিল পাকিস্তানি পেসার মহম্মদ হারিসের (Mohammad Haris)।
পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ হারিস বাংলাদেশ প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট খেলতে বাংলাদেশে প্রবেশ করলেও শেষ মুহূর্তে তাকে এনওসি দিতে অস্বীকৃতি জানিয়েছে পিসিবি। এনওসি না থাকায় তাঁকে দেশে ফিরে যেতে হয়। এই টুর্নামেন্টে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের প্রতিনিধিত্ব করছেন তিনি। মূল কথা চ্যালেঞ্জার্স দল তাকে দেশে ফেরার টিকিট কেটে দিয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হ্যারিস পিসিবির কাছে এনওসি চেয়েছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলতে বাংলাদেশ সফরের অনুমতিও পেয়েছিলেন তিনি। সে অনুযায়ী ১৭ জানুয়ারি বাংলাদেশের উদ্দেশে একটি ফ্লাইটে ওঠেন। তাকে বলা হয়েছিল, ১৮ জানুয়ারি এনওসি দেওয়া হবে।
হারিস বাংলাদেশে প্রবেশের পরই তাকে এনওসি দিতে অস্বীকৃতি জানায় পিসিবি। বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে হারিসের দুটি ফ্র্যাঞ্চাইজি লীগ টুর্নামেন্ট খেলেছে। এ কারণে তারা হ্যারিসকে এনওসি দেওয়া থেকে বিরত থাকছেন।
পিসিবির কাছে প্রতারিত হওয়ার পর হারিস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেছেন। যেখানে তাকে একটি ট্রাভেল ব্যাগ নিয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাড়ি ফিরেছেন লেখা আছে। তার এই কাহিনী ভাইরাল হতেই নেটিজেনরা পিসিবিকে ট্রোল করতে শুরু করেন। কেউ কেউ বলছেন যে পিসিবির লজ্জা বোধ করা উচিত। কেউ কেউ বলছেন, আগে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হল, এখন তাকে কোথাও খেলতে দেওয়া হচ্ছে না। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আর পাকিস্তান দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।