আগামীকাল থেকে সুপার কাপ (Kalinga Super Cup) অভিযান শুরু করছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে শক্তি আইলিগের শক্তিশালী ফুটবল দল শ্রীনিধি ডেকানের বিপক্ষে। প্রতিপক্ষ দলের থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান। তবে ম্যাচের আগে তাদের হালকা ভাবে নিতে নারাজ বাগান কোচ।
উল্লেখ্য, এবারের ফুটবল মরশুমের শুরুটা যথেষ্ট ভালো হলেও বর্তমানে একেবারেই ছন্দে নেই কলকাতা ময়দানের এই প্রধান। গত বছরের শেষের দিকে ওডিশা এফসির বিপক্ষে কোনরকমে হার বাঁচালেও পরবর্তীতে হারের হ্যাটট্রিক করেছে এই ফুটবল ক্লাব। মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে পরবর্তীতে এফসি গোয়া এবং ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স। একের পর এক ম্যাচে শুধুই পরাজয়।
সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সুপার কাপে ভালো পারফরম্যান্স করে বছরের শুরুটা যথেষ্ট ভালো করতে চাইছে মেরিনার্সরা। এই মর্মেই গত কয়েকদিন অনুশীলন করেছে বাগান ব্রিগেড। আগামীকাল মাঠে নামছে দল। এক্ষেত্রে শুরু থেকেই হয়তো আক্রমনাত্মক খেলার ভাবনা থাকবে দলের ফুটবলারদের। তবে দলের সঙ্গে আনোয়ার আলীকে ওডিশা উড়িয়ে আনা হলেও তাকে মাঠে নামানো পরিকল্পনা হয়তো থাকবে না বাগানের। তবে এই টুর্নামেন্টেও সকলের নজর থাকবে ওজি তারকা দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেসন কামিন্স ও হুগো বুমোসদের দিকে। তবে মাঠে নামার আগে যথেষ্ট সাবধানে বাগান কোচ মিরান্ডা।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এবারের কলিঙ্গ সুপার কাপ আমাদের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে। আমাদের দলের অধিকাংশ ফুটবলার জাতীয় শিবিরে রয়েছেন। যা বড় ফ্যাক্টর করে দিতে পারে এই টুর্নামেন্টে। আগামীকাল আমাদের শ্রীনিধি ডেকানের বিপক্ষে ম্যাচ হলেও এই লড়াই খুব একটা সহজ হবে না। আমাদের যথেষ্ট লড়াই করে এই ম্যাচ জিততে হবে।