ATK Mohun Bagan: অধিনায়ক ইস্যুতে সবুজ-মেরুণ টুইট ঘিরে বিতর্ক

২০২২-২৩ ফুটবল মরসুম জন্য ATK মোহনবাগান (ATK Mohun Bagan) অধিনায়কদের নাম ঘোষণা করে দিয়েছে। সবুজ মেরুন শিবির থেকে চারজন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে, ৯০…

ATK Mohun Bagan

২০২২-২৩ ফুটবল মরসুম জন্য ATK মোহনবাগান (ATK Mohun Bagan) অধিনায়কদের নাম ঘোষণা করে দিয়েছে। সবুজ মেরুন শিবির থেকে চারজন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে, ৯০ মিনিটের লড়াইতে ম্যাচ সিচুয়েশনকে মাথায় রেখে। দুই ভারতীয় ফুটবলার প্রীতম কোটাল ও শুভাশিস বোস এবং দুই বিদেশী ফ্লোরেন্টিন পোগবা ও জনি কাউকো মেরিনার্স ক্যাম্পের নেতৃত্ব দিতে চলেছে। আর ঠিক এই জায়গাতেই যত বিতর্ক এবং বিতর্কের কেন্দ্রতে ফ্লোরেন্টিন পোগবা।

শুক্রবার ATK মোহনবাগান টুইট পোস্টের মাধ্যমে ২০২২২-২৩ ফুটবল মরসুমের জন্য চারজন অধিনায়কের নাম ঘোষণা করে। ওই টুইট হল,”প্রীতম কোটাল, জনি কাউকো, ফ্লোরেনটিন পোগবা এবং শুভাশীষ বোসকে 2022-23-এর জন্য আমাদের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে! 🔥💚♥️
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon ” আর এই টুইট পোস্ট হতেই সবুজ মেরুন সমর্থকরা কার্ল ম্যাকহুগের বদলে ফ্লোরেন্টিন পোগবাকে অধিনায়ক হিসেবে নাম ঘোষণা নিয়ে নিজেদের অসন্তোষ রিটুইট করে জাহির করে।

আসলে ফ্লোরেন্টিন পোগবা চলতি ফুটবল মরসুমে মেরিনার্স ক্যাম্পে সদ্য যোগ দিয়েছেন। সবুজ মেরুন সমর্থকদের একাংশের বক্তব্য, ফ্লোরেন্টিন পোগবা এখনও সবুজ মেরুন জার্সি পড়ে মাঠে নামেনি৷ সবে মাত্র ক্লাব জয়েন করেছে,ক্লাবের ইতিহাস নিয়ে ওয়াকিবহাল নয়। অনুশীলন শুরু করলেও মোহনবাগান ক্লাব নিয়ে পোগবা (তর্কের খাতিরে জানলেও) ক্লাবের ইতিহাস জানার মধ্যে কোন গভীরতা নেই সঙ্গে অধিনায়কত্বর অভিঞ্জতা নেই। সবুজ মেরুন সমর্থকরা ATK মোহনবাগানের টুইট পোস্টের প্রেক্ষিতে রিটুইট করেছে যে, কার্ল ম্যাকহুগ কেন নয় অধিনায়কত হিসেবে?

এক্ষেত্রে গঙ্গা পাড়ের ক্লাব সমর্থকদের যুক্তি হল, ইতিমধ্যেই ম্যাকহুগ স্কটিশ লিগের প্রথম সারির ক্লাব মাদারওয়েল এফসির অধিনায়ক ছিলেন,অভিঞ্জতা রয়েছে। তাহলে ম্যাকহুগ নয় কেন? অর্থাৎ ২০২২-২৩ ফুটবল মরসুম শুরু হওয়ার আগেই ATK মোহনবাগানের অধিনায়ক হিসেবে ফ্লোরেন্টিন পোগবার নাম ঘোষণা হতেই বিতর্ক পিছু নিলো।