East Bengal vs North East: ইস্টবেঙ্গলের ম্যাচে ফের বিতর্ক

Controversy Erupts in East Bengal vs North East United FC Match

ইস্টবেঙ্গলের (East Bengal) ম্যাচকে কেন্দ্র করে ফের বিতর্ক। এবারেও বিতর্ক এড়াতে পারলেন না রেফারি। বস্তুত বিতর্ক দিয়েই শুরু হয়েছে বাংলা নতুন বর্ষের সকাল। দিল্লিতে RFDL-এর জাতীয় গ্রুপ পর্বের অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। দিল্লির ইউনিভার্সিটি মাঠে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ম্যাচ। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি।

ইস্টবেঙ্গলের এই ম্যাচে সবার আগে চোখে পড়বে মাঠ। মাঠের মান নিয়ে প্রশ্ন উঠছে। একাধিক জায়গায় ঘাস ওঠা। দেখা যাচ্ছে মাটি। যে টুর্নামেন্টে উঠতি ফুটবলাররা খেলছেন, সেই মাঠের হাল এরকম কেমন সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাঠের নাম ভালো না হলে চোট আঘাতের সমস্যা বৃদ্ধি পায়। ভালো মানের মাঠ যে কোনও বয়সী ফুটবলারদের জন্য প্রয়োজনীয়।

   

আরও একটি অভিযোগ রয়েছে রেফারিকে কেন্দ্র করে। নির্ধারিত সময়ের আগেই নাকি বাঁশি বাজিয়ে দিয়েছিলেন রেফারি। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের অভিযোগ, প্রথমার্ধের খেলা শেষ হতে তখনও মিনিট দুই বাকি ছিল। তার আগেই নাকি বাঁশি বাজিয়ে দিয়েছিলেন তিনি।

https://twitter.com/KhalnayakHuMan/status/1779346303958515874

রেফারিং-এর থেকে মাঠ নিয়ে ক্ষোভ বেশি। দিল্লিতে কি এর থেকে ভালো কোনও মাঠ নেই? প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যদি না থাকে তাহলে কেন এই মাঠে দেওয়া হল উঠতি ফুটবলারদের ম্যাচ? ফুটবলাররা চোট আঘাত ছাড়াই খেলা শেষ করতে পারবেন এই প্রার্থনা করছেন ফুটবল প্রেমী জনতা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন