আইপিএলে ভাজ্জি-শ্রীসন্থে্র চড়-কাণ্ডের কালো ছায়া এবার পিএসএলে। ২০০৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটার শান্তাকুমারণ শ্রীসন্থকে মাঠেই সপাটে এক থাপ্পড় মেড়ে বসেছিলেন সেই সময় মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করা হরভজন সিং। সেই বিতর্কের রেশ চলেছিল বহুদিন। এমনকি, এখনও মাঝেমধ্যে তা মাথাচাড়া দিয়ে ওঠে। যেমনটা হল এদিন।
সোমবার রাতে পাকিস্তান সুপার লিগে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স। তবে খেলাকে ছাপিয়ে ম্যাচের যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছে চড়-কাণ্ড। ভাজ্জি চড় মেরেছিলেন তাঁর প্রতিপক্ষ দলের ক্রিকেটার শ্রীসন্থকে। কিন্তু এদিন পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ চড় বসিয়ে দিলেন সতীর্থ কামরান ঘুলামের গালে। যা নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ সরব হয়েছেন রউফের শাস্তির দাবিতে। কেউ আবার নিন্দায় ভরিয়ে তুলেছেন লাহোর কালান্দার্সের পাক পেসারকে।
আসলে ভাজ্জির মতো রউফ শুধুমাত্র রেগে গিয়ে চড় মারেননি। তিনি মেরেছেন উত্তেজনার বশে। কিন্তু এই ধরনের উদযাপনকে অনেকেই ঘৃণার চোখে দেখছেন। ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারের। রউফের করা সেই ওভারের দ্বিতীয় ডেলিভারি অনসাইডে খেলতে গিয়ে লিডিং এজ হয় হযরতউল্লাহ জাজাইয়ের। পয়েন্টে দাঁড়িয়ে সেটি সহজেই তালুবন্দি করার সুযোগ ছিল কামরান ঘুলামের কাছে। কিন্তু হাতে রাখতে পারেননি কামরান। সহজ ক্যাচ ফস্কে যায় তাঁর হাত থেকে।
একই ওভারের পঞ্চম বলে বাউন্সার দেন ডানহাতি পেসার। পুল করেন মহম্মদ হ্যারিস। বল তাঁর ব্যাটের ওপরের কানায় লেগে চলে যায় ডিপ ফাইন লেগে। সেখানে দাঁড়ানো ফাওয়াদ আহমেদ নিরাপদেই বলটি তালুবন্দি করেন। উইকেট পাওয়ার খুশিতে উদ্দাম উদযাপনে মাতেন হ্যারিস রউফ। তখন সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে শামিল হতে দৌড়ে আসেন কামরানও। তাঁর সঙ্গে প্রথমে হাত মেলালেও, পরক্ষণেই গালে থাপ্পড় মেরে বসেন রউফ। সেই সময় কামরানকে হাসি মুখে দেখা গেলেও, হ্যারিসের অভিব্যক্তি ছিল স্পষ্ট রাগের।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ দেখাতে শুরু করেন নেটিজেনরা। মাঠের মধ্যে এমন অভব্য আচরণের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সকলেই। তবে গুটিকতক ভক্তকে আবারও পাশেও পেয়েছেন রউফ। তাঁদের দাবি, হিট অব দ্য মোমেন্টের কারণে রউফ এমনটা করে ফেলেছেন। অবশ্য বেশিক্ষণ কামরানের সঙ্গে রাগ করে থাকেননি হ্যারিস। কিছুক্ষণ পরই কামরানকে জড়িয়ে ধরে নিজের ভুলেরই যেন প্রায়শ্চিত্ত করেন এই ডানহাতি পাক পেসার।