BCCI: চাকরি খোয়াতে পারেন মাম্বরে, টিম ইন্ডিয়ার বোলিং কোচ হতে চলেছেন এই প্রাক্তন তারকা

পরিবর্তনের ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে (BCCI), কোচ রবি শাস্ত্রীকে দিয়ে যার সূত্রপাত। তবে শুধু হেডস্যার নন, রবির সঙ্গে অস্ত গিয়েছেন সাপোর্ট স্টাফরাও। শাস্ত্রীর হটসিটে বসেছেন…

পরিবর্তনের ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে (BCCI), কোচ রবি শাস্ত্রীকে দিয়ে যার সূত্রপাত। তবে শুধু হেডস্যার নন, রবির সঙ্গে অস্ত গিয়েছেন সাপোর্ট স্টাফরাও। শাস্ত্রীর হটসিটে বসেছেন রাহুল দ্রাবিড়। পালা বদল হয়েছে অধিনায়কত্বেও। বিরাট কোহলির হাত থেকে টিম ইন্ডিয়ার ব্যাটন গিয়েছে রোহিত শর্মার হাতে। টেস্ট দলে দীর্ঘদিনের নির্ভরযোগ্য সারথি অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, ঋদ্ধিমান সাহাদের মতো অভিজ্ঞ তারকারাও এখন ব্রাত্য।

এই পরিবর্তনের ধারা এখনও থামেনি বলেই খবর। সূত্রের খবর, বোলিং কোচ হিসাবে ভারতীয় দলের সংসারে আসতে চলেছেন অজিত আগরকর। জানা গিয়েছে, বর্তমান বোলিং কোচ পরশ মাম্বরেকে পছন্দ নয় দলের। টিম ইন্ডিয়ার প্রথম সারির এক তারকা নাকি মাম্বরের পরিবর্তে আগরকরকে ড্রেসিংরুমে চাইছেন। শাস্ত্রীর আমলে বিরাটদের বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। তাঁর আমলে টিম ইন্ডিয়া পেস বোলিংয়ে বিশ্বের অন্যতম সেরা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু শাস্ত্রীর সঙ্গেই মেয়াদ শেষ হয়েছে ভরতের। তাঁরই পরিবর্ত হিসাবে পরশ মাম্বরেকে দায়িত্ব দিয়েছিল বিসিসিআই। কিন্তু এই মুহূর্তে তাঁকে পছন্দ নয় দলের একাংশের।

চলতি বছরের শেষেই বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী বছর ওডিআই বিশ্বকাপ। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না টিম ইন্ডিয়া। বিশেষ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে দ্রাবিড় স্বয়ং বলেছেন, এখন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম কম্বিনেশন খুঁজে নিতে চান তিনি। সে কথা মাথায় রেখে মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমারদের পরে নতুন করে পেস ব্যাটারি তৈরি করতে চায় টিম ম্যানেজমেন্ট। সেই জন্য আগরকরের মতো অভিজ্ঞ কারও হাতে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের দায়িত্ব দেওয়া উচিত বলেই মনে করছেন ভারতের ওই প্রভাবশালী তারকা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রের খবর, তারকা ওই ক্রিকেটারের প্রস্তাব গুরুত্ব দিয়েই ভেবে দেখছে বিসিসিআই। 

আগরকরের পাশাপাশি আরও একজনের নাম উঠে এসেছে এই তালিকায়। তিনি হলেন দ্রোণাচার্য খ্যাত জাহির খান। তবে জাহির এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত। তাই মাম্বরেকে সরিয়ে অন্য কাউকে কোচ করার কথা যদি বোর্ড ভাবে, সেক্ষেত্রে দৌড়ে সবথেকে এগিয়ে আগরকরই। এর আগে ভারতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়েও ছিলেন আগরকর। শেষ পর্যন্ত চেতন শর্মা বাজিমাত করে যান। বিশ্বস্ত সূত্রের খবর, মাম্বরেকে একেবারে ছেঁটে ফেলা হবে না। তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব দেওয়া হতে পারে। সেখানে ভারতীয় এ দল বা অনূর্ধ্ব-১৯ তারকা অর্থাৎ তরুণ প্রজন্মকে খোঁজা এবং তাঁদের তৈরি করার দায়িত্ব পেতে পারেন মাম্বরে। বিসিসিআইয়ের পরিবর্তনের জোয়ারে আর কে কে ভাসেন, সেটাই এখন দেখার।