East Bengal: লাল-হলুদ ছেড়ে বিদেশি ক্লাবে যোগ দিলেন এই ‘বিতর্কিত’ ফুটবলার

ইস্টবেঙ্গল (East Bengal) তো ছাড়লেন তিনি। ছেড়ে দিলেন ভারতও। চলে গেলেন স্বদেশের অন্যতম সেরা এবং বড় প্রথম ডিভিশনের ক্লাবে। দল ছাড়লেন এন্টোনিও পেরোসেভিক।

Antonio Perosevic

ইস্টবেঙ্গল (East Bengal) তো ছাড়লেন তিনি। ছেড়ে দিলেন ভারতও। চলে গেলেন স্বদেশের অন্যতম সেরা এবং বড় প্রথম ডিভিশনের ক্লাবে। দল ছাড়লেন এন্টোনিও পেরোসেভিক। তিনি তার নিজ দেশের বড় ক্লাবের ফিরে গেলেন। সেখানে ফিরে তিনি যোগ দিলেন এনকে স্ল্যাভেন বেলুপো দলে।

Advertisements

২০২১-২২ ISL সেশনে ২৯ বছরের আন্তোনিও পেরোসেভিচ ৭ ম্যাচে ৫৫৫ মিনিট খেলে ২ গোল এবং একটি গোলের পিছনে নিজের অবদান (অ্যাসিস্ট) রেখেছে। প্রতি গেমে গোল করার এবং করানোর শতাংশের বিচারে ০.২৯। প্রতি গেমে পাসিং ফুটবলে শতাংশের হারে ১৬.১৪।

   

২০২১ সালের ১৭ ডিসেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের ৯০ মিনিটে লাল কার্ড দেখেন পেরোসেভিচ। ঘটনার সূত্রপাত এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেফারি রাহুল কুমার গুপ্তের ফাউল দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। নর্থ ইস্টের খাসা কামারা মাঠিতে পড়ে যেতেই খেলা থামিয়ে দেন রেফারি। ফাউলের নির্দেশও দেন। তাতেই মেজাজ হারিয়ে তেড়ে গিয়ে রেফারিকে ধাক্কা দেন তিনি। এর পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। নর্থ ইস্ট ম্যাচের পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল, কড়া শাস্তির মুখে পড়তে হয়েছিল পেরোসেভিচ৷ পাঁচ ম্যাচের জন্য নির্বাসনের সাজা হয়েছিল৷

পাঁচ ম্যাচে নির্বাসন কাটিয়ে ফের বিতর্কিত মন্তব্যে জড়ান এসসি ইস্টবেঙ্গলের স্কোরার আন্তোনিও পেরোসেভিচ (Antonio Perosevic)। ২০২২ সালে হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে টিমের টুইটার হ্যাণ্ডেলে করা সংক্ষিপ্ত সময়ের ভিডিও পোস্টে আন্তোনিও পেরোসেভিচ নির্বাসন কাটিয়ে ফিরে আসা প্রসঙ্গে বলেন,”হ্যাঁ,ফিরে এসে আমার ভীষণ ভাল লাগছে। আমি খুব খুশি ফিরে আসতে পেরে। লম্বা সময়ের জন্য আমি মাঠের বাইরে ছিলাম,এটা খুবই কষ্টদায়ক ছিল আমার কাছে। এখন আমি ব্যাক করেছি, আশা করছি আগামীকাল দলকে আমি সাহায্য করতে পারবো।”