ফিনালিসিমায় মেসি-ইয়ামাল দ্বৈরথ কবে? দিনক্ষণ ঘোষণা করল কনমেবল!

‘গুরু-শিষ্য’ দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশ্ব। এবার দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল (Conmebol) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ২০২৬ সালের ফিনালিসিমা (Finalissima) আয়োজনের দিনক্ষণ। বহুল প্রতীক্ষিত মহারণে…

Conmebol finalize date Lionel Messi vs Lamine Yamal in Finalissima between Argentina & Spain

‘গুরু-শিষ্য’ দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশ্ব। এবার দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল (Conmebol) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ২০২৬ সালের ফিনালিসিমা (Finalissima) আয়োজনের দিনক্ষণ। বহুল প্রতীক্ষিত মহারণে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের (Spain)। ম্যাচ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে।

ফুটবলের ইতিহাসে ফের একবার দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হবে ফিনালিসিমা। সেখানে একদিকে আছে লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বাধীন আর্জেন্টিনা, অন্যদিকে উদীয়মান তরুণ লামিন ইয়ামালকে (Lamine Yamal) ঘিরে গড়া স্পেন। যদিও এখনো ম্যাচের ভেন্যু চূড়ান্ত হয়নি, তবে এটি হতে পারে যুক্তরাষ্ট্র, কাতার অথবা সৌদি আরবের কোনো শহরে।

   

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রাক-ঘোষণা হিসেবেই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সৌদি আরবও এই ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। এতে ম্যাচটি এশিয়ান টাইমজোনে নিতে চায় আয়োজকরা, যাতে নতুন বাজারে ফুটবলের জনপ্রিয়তা আরও ছড়িয়ে দেওয়া যায়।

মার্চের ১৭ থেকে ২৫ তারিখের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, স্পেন যদি তাদের বিশ্বকাপ যোগ্যতা অর্জনের গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ করে (যেখানে তাদের প্রতিপক্ষ তুরস্ক, জর্জিয়া ও বুলগেরিয়া), তাহলে ওই সময় তাদের প্লে-অফ ম্যাচ পড়বে। সেক্ষেত্রে ফিনালিসিমা আয়োজনে জটিলতা দেখা দিতে পারে। এই ম্যাচ পিছিয়ে বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে নেয়ার সিদ্ধান্ত থাকলেও, দুই দলই সেটি এড়িয়ে যেতে চায়, কারণ ততক্ষণে প্রস্তুতির সময় হবে সীমিত।

ফিনালিসিমা ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে মেসি বনাম ইয়ামাল মুখোমুখি দ্বৈরথ। একদিকে ৩৯ বছর বয়সী কিংবদন্তি লিওনেল মেসি, যিনি তার ক্যারিয়ারের শেষ দিকের ম্যাচগুলোর একটিতে খেলতে পারেন, অন্যদিকে মাত্র ১৮ বছর বয়সী স্প্যানিশ বিস্ময়বালক লামিন ইয়ামাল, যাকে অনেকে ভবিষ্যতের ফুটবল আইকন হিসেবে দেখছেন। দুই প্রজন্মের এই লড়াই ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

Advertisements

ফিনালিসিমা মানেই এক ঐতিহাসিক উপলক্ষ। এর আগে ২০২২ সালে আর্জেন্টিনা ও ইতালির মধ্যে ফিনালিসিমা হয়েছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, যেখানে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পায়। এবার প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। দুই দলই চায় বিশ্বকাপের আগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে।

ম্যাচের টিকিট, সম্প্রচার এবং বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে কনমেবল। তবে ততদিন পর্যন্ত, বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলভক্ত অপেক্ষা করবে এই ঐতিহাসিক ফিনালিসিমার জন্য, যেখানে হবে ফুটবলের এক অনন্য যুগের সাক্ষাৎকার।

Conmebol finalize date Lionel Messi vs Lamine Yamal in Finalissima between Argentina & Spain