বিশ্বকাপ টিকিট কালোবাজারিতে ইডেনের সামনে কংগ্রেসের বিক্ষোভ

টিকিটের কালোবাজারি কান্ডে CAB সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। অন্যদিকে ইডেন গার্ডেনসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস। Advertisements গতকালের পর আজও উত্তপ্ত…

টিকিটের কালোবাজারি কান্ডে CAB সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। অন্যদিকে ইডেন গার্ডেনসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস।

Advertisements

গতকালের পর আজও উত্তপ্ত ইডেন চত্বর। টিকিট না পেয়ে গতকাল টিকিট না পেয়ে সিএবির লাইফ মেম্বাররা যখন বিক্ষোভ করছিলেন স্টেডিয়ামের সামনে আজকেও চিত্রটা ঠিক একই রকম। দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ সিএবির এই যে ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কোথায় গেল? তারা আরো অভিযোগ করছে যে এই টিকিট বিসিসিআই সচিব জয় শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারের নেতাদের কাছে এই টিকিট পৌঁছে গিয়েছে বলে তারা অভিযোগ করেছেন।

এই প্রতিবাদেই তারা ইডেনের সামনে জমা হয়ে স্লোগান দিচ্ছে। এর সঙ্গেই তাদের হাত প্ল্যাকার্ড রয়েছে। এর পাশাপাশি তাদের অভিযোগ ভারত, দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কিভাবে কালোবাজারি হচ্ছে? ব্ল্যাকারদের হতে কিভাবে গেল টিকিট।

ইডেনে বিশ্বকাপ হাইভোল্টেজ ম্যাচ। ভারত বনাম সাউথ আফ্রিকা। এসবের মাঝে দর্শকদের তীব্র হতাশা এবং বিরক্তি। টিকিট কেন নেই বা টিকিট কেন পাওয়া যাচ্ছে না এই প্রশ্ন তুলে সিএবি এর সামনে বিক্ষোভ দেখান বহু সমর্থক। প্রত্যেকেরই বক্তব্য সিএবি কেন অনলাইনে টিকিট দিচ্ছে না। প্রশ্ন উঠছে এত টিকিট কোথায় যাচ্ছে।