AFC Cup: কুয়ালালামপুর দলের বিরুদ্ধে ম্যাচ টিকিট নিয়ে ধোঁয়াশা অব্যাহত

চলতি ডুরান্ড কাপ টুর্নামেন্টে ATK মোহনবাগান কার্যত বিদায় নিয়েছে। গত বুধবার ডুরান্ড কাপ অভিযানে ইন্ডিয়ান নেভি দলকে ২-০ গোলে হারালেও নক আউট স্টেজে বাগানের যাওয়া…

AFC Cup

short-samachar

চলতি ডুরান্ড কাপ টুর্নামেন্টে ATK মোহনবাগান কার্যত বিদায় নিয়েছে। গত বুধবার ডুরান্ড কাপ অভিযানে ইন্ডিয়ান নেভি দলকে ২-০ গোলে হারালেও নক আউট স্টেজে বাগানের যাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ গ্রুপ ‘বি’তে রাজস্থান ইউনাইটেড এফসির সঙ্গে পয়েন্ট সমান(৪) হুয়ান ফেরান্দোর দলের। এই অবস্থায় আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়ান নেভি ফুটবল দল খেলবে রাজস্থান ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে। এই ম্যাচে নেভি ফুটবল দলকে হারাতে হবে রাজস্থানকে। জটিল এই অবস্থানের জেরে বাগান থিঙ্ক ট্যাঙ্কের ফোকাস এখন এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ ঘিরে, যা হবে ৭ সেপ্টেম্বর।

   

ইতিমধ্যেই এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে প্রীতম কোটালদের প্রতিপক্ষ হিসেবে কুয়ালালামপুর এফসি নির্ধারিত হয়েছে। ম্যাচ ভেন্যু যুবভারতী ক্রীড়াঙ্গন, আর এই ম্যাচের টিকিট সংগ্রহ নিয়ে সবুজ মেরুন জনতার কৌতুহল চরমে।কবে থেকে এই ম্যাচের টিকিট পাওয়া যাবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাগান সমর্থকদের মধ্যে।

এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচের টিকিট জোগাড়ের জন্য সবুজ মেরুন সমর্থককূল হন্যে হয়ে পড়ে আছে। এএফসি কর্তৃপক্ষ কিংবা ATK মোহনবাগান সূত্রে কোনও খবর না থাকায় এক চরম বিভ্রান্তি দেখা দিয়েছে। তবে ১-২ দিনের মধ্যেই জানা যাবে কবে থেকে এই ম্যাচের টিকিট অনলাইনে দেওয়া হবে।

সম্প্রতি, এফএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে ATK মোহনবাগানের খেলা নিয়ে সংশয় ছিল। কারণ ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফ’কে নির্বাসনের শাস্তি দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। যার জেরে চিন্তায় পড়ে গিয়েছিলেন বাগান সমর্থকরা। ফিফার দাবি মেনে নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে সরিয়ে দেওয়া হয় প্রশাসক কমিটিকে(তৃতীয় পক্ষ)। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কয়েক দিনের মধ্যেই নির্বাসন প্রত্যাহার করে নেয় ফিফা। স্বস্তি নেমে আসে ভারতীয় ফুটবলে।

গত বছর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে হেরেই গিয়ে ছিটকে যেতে হয় সবুজ-মেরুন ব্রিগেডকে। এফসি নাসাফের বিরুদ্ধে ৬-০ গোলে হেরে গিয়েছিল প্রীতমরা।

ব্লু-স্টার এসসি এবং আবাহনী ঢাকাকে হারিয়ে যোগ্যতা অর্জন করেছে বাগান শিবির। গত মে মাসে গোকুলম কেরালা এফসি’র বিরুদ্ধে ২-৪ গোলে হেরে যায় ATKMB। পরের খেলাতে বসুন্ধরা কিংসকে ৪-০ এবং মাজিয়া এসআরকে দলের বিরুদ্ধে ৫-২ গোলে জিতে এএফসি ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে গঙ্গা পাড়ের ক্লাব। গ্রুপ পর্ব এবং বাছাই পর্বের ম্যাচগুলি কলকাতাতেই খেলেছে সবুজ মেরুন। আসিয়ান জোনের চ্যাম্পিয়ন হিসেবে কুয়ালামপুরের মুখোমুখি হবে কলকাতার দল।