Mohun Bagan Gears Up: হায়দরাবাদ বধের প্রস্তুতি শুরু সবুজ-মেরুনের

আইএসএলে অনবদ্য ছন্দে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে কলকাতা ময়দানের এই প্রধান। শেষ অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু…

আইএসএলে অনবদ্য ছন্দে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে কলকাতা ময়দানের এই প্রধান। শেষ অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হতে হলেও পরবর্তীতে গত দুইটি ডার্বিতে অনবদ্য পারফরম্যান্স করে সবুজ-মেরুন। তাঁরা পরাজিত করে দুই পড়শী ক্লাব তথা মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইমামি ইস্টবেঙ্গলকে। যারফলে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে দলের ফুটবলাররা। শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করার ফলে পয়েন্ট টেবিলের ও অনেকটা উপরে চলে এসেছে মোহনবাগান।

বর্তমানে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে জোসে মোলিনার ফুটবল দল। সূচি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে থাংবোই সিংটোর দুর্বল হায়দরাবাদ এফসি। গত ম্যাচেই শক্তিশালী জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েছে অ্যালেক্স সাজির ফুটবল ক্লাব। এখন সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই। নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় অন্তত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ার লক্ষ্য থাকবে এই ফুটবল ক্লাবের। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে আটকানো যথেষ্ট কঠিন তাঁদের কাছে‌।

   

অপরদিকে গত ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলকে ধরাশায়ী করেছে মোহনবাগান। যা নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। দলের এই সাফল্যের জন্য গত দুইদিন ফুটবলারদের ছুটি দিয়েছিলেন বাগান কোচ। তারপর গত মঙ্গলবার থেকেই পুনরায় চালু হয় অনুশীলন। যেখানে প্রথম থেকেই নজর কেড়েছিলেন সকল ফুটবলাররা। মূলত রিকভারি সেশন ছিল এদিন। যারফলে ফুরফুরে মেজাজেই এদিন দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। পাশাপাশি ক্লান্তির ছাপ মুছে পরবর্তী ম্যাচের জন্য ছক কষার কাজ ও শুরু করে দেন মোলিনা।

যতদূর শোনা যাচ্ছে, আসন্ন হায়দরাবাদ ম্যাচের জন্য মূলত পাসিং ফুটবলকেই হাতিয়ার করতে চলেছেন সবুজ-মেরুনের হেডস্যার। উল্লেখ্য , এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের শিল্ড জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে মেরিনার্সরা। এখন সেদিকেই নজর রয়েছে সকলের।