Juan Ferrando: নিজের পরিকল্পনার ওপরেই আস্থা রাখছেন ফেরান্দো

আজ মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের বিরুদ্ধে ওড়িশা এফসির (Odisha FC) ম্যাচ। তার আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাগান কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)।…

Juan Ferrando

আজ মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের বিরুদ্ধে ওড়িশা এফসির (Odisha FC) ম্যাচ। তার আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাগান কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। AFC কাপের ম্যাচে ওড়িশার বিরুদ্ধে পাঁচ গোল হজম করলেও এই ম্যাচের আগে আত্মবিশ্বাস বজায় রাখছেন ফেরান্দো।

Advertisements

আরও পড়ুন: Anwar Ali: আগামী সপ্তাহে দলে ফিরছেন আনোয়ার? সামনে এল নয়া তথ্য

   

ওড়িশা এফসির কাছে পরাজিত হয়ে AFC কাপ থেকে কার্যত বিদায় নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। অনেকে মনে করছেন ইন্ডিয়ান সুপার লীগে বাগানের আজকের ম্যাচ বদলা নেওয়ার ম্যাচ। যদিও মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দো সেটা মনে করছেন না। আর পাঁচটা ম্যাচের মতো এই ম্যাচটিও গুরুত্ব দিচ্ছেন তিনি। হুয়ানের মতে ওড়িশা এফসির বিরুদ্ধে আজকের ম্যাচ আদৌ বদলা নেওয়ার ম্যাচ নয়।

আরও পড়ুন: Mohun Bagan SG: মোহনবাগান সমর্থকদের আরও একটি ইচ্ছা পূরণ হতে পারে

দলের খেলা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। মরসুমের শুরুর দিকে বাগানের খেলায় যে ঝাঁঝ দেখা গিয়েছিল বিগত কয়েক ম্যাচে তেমনটা খেলতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। প্রশ্ন উঠেছে বাগান কোচের পরিকল্পনা নিয়ে। মোহন বাগান সমর্থকদের একাংশ কোচ বদল করার দাবি জানিয়েছেন। হুয়ান অবশ্য নিজের পথেই হাঁটতে চাইছেন। নিজের পরিকল্পনা ও দলের পারফরম্যান্সের ওপর আস্থা রাখছেন তিনি।

আরও পড়ুন:East Bengal: নিজেদের ভাগ্য নিজেরা বদলেছি: ইস্টবেঙ্গলের ‘প্রফেসর’

সুপার জায়ান্টের আক্রমণভাগের ফুটবলাররা বিগত কয়েক ম্যাচে প্রত্যাশা মতো দাগ কাটতে পারেনি। এ ব্যাপারেও প্রশ্ন করা হয়েছিল বাগানের স্প্যানিশ কোচকে। তার মতে, দল গোল করছে ও জিতছে এটাই আসল কথা। কে গোল করছে সেটা বড় কথা নয়। হামিল গোল করুক কিংবা জেসন কামিন্স, গোল আসা নিয়ে দরকার। হুয়ান এটাও বলেছেন, পরিকল্পনা অনুযায়ী খেলছেন আর্মান্ডো সাদিকুরা।