‘কনকাশন সাব’ বিতর্কে গম্ভীরের ‘বিস্ফোরক’ মন্তব্য, স্থির ভারতের নতুন লক্ষ্য!

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করার পর ক্রিকেট দুনিয়া উত্তাল হয়ে উঠেছে কনকাশন সাব (Concussion Sub) বিতর্ক নিয়ে। শিবম দুবে এবং হর্ষিত রানা কে নিয়ে প্রশ্ন…

gautam gambhir

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করার পর ক্রিকেট দুনিয়া উত্তাল হয়ে উঠেছে কনকাশন সাব (Concussion Sub) বিতর্ক নিয়ে। শিবম দুবে এবং হর্ষিত রানা কে নিয়ে প্রশ্ন উঠছে এবং সেটাই এখন ক্রিকেট মহলে চর্চার বিষয়। এই বিতর্কের পর ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবার সরাসরি মন্তব্য করেছেন এবং নতুন এক চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতি ম্যাচেই ২৫০ রান করার লক্ষ্য নিয়ে নামবে টিম ইন্ডিয়া।”

এই বিতর্কের সূত্রপাত হয়েছিল ভারতের শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর। অভিষেক শর্মা এক দুর্দান্ত ইনিংস খেলে রেকর্ড গড়েছিলেন। ৫৪ বলে তিনি তুলে নিয়েছিলেন ১৩৫ রান যা ভারতের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান। এর মাধ্যমে ভারত ২০ ওভারে ২৪৭ রান করেছিল এবং ইংল্যান্ডের ৯৭ রানের লক্ষ্য অনেক দূরে চলে যায়। ভারতের ১৫০ রানের বিশাল জয় হয়।

ম্যাচের পর প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন গৌতম গম্ভীরকে প্রশ্ন করেছিলেন কনকাশন সাব নিয়ে। কেভিনের প্রশ্ন ছিল শিবম দুবে ও হর্ষিত রানা মধ্যে সমতুল্য হিসেবে কি দুজনের মধ্যে পরিবর্তন করা যায়? এর উত্তরে গম্ভীর বলেন, “শিবম আজ পুরো ৪ ওভার বল করছিল। তবে ইংল্যান্ডের ইনিংস মাত্র ১০.৩ ওভারে শেষ হয়ে যাওয়ার কারণে পুরো বল করা সম্ভব হয়নি।”

গম্ভীর আরও যোগ করেন, “ইংল্যান্ডের কাছে আমাদের দলের পারফরম্যান্স একেবারে পেশাদারিত্বের পরিচয়। তবে আমরা হারের ভয় কখনোই পাই না, ঝুঁকি নিয়ে খেলাটাই আমাদের লক্ষ্য। আমাদের উদ্দেশ্য হল ভয়ডরহীন ক্রিকেট খেলা।”

Advertisements

এদিকে ৪-১ ব্যবধানে সিরিজ জয় করা টিম ইন্ডিয়া নতুনভাবে তাদের লক্ষ্য স্থির করেছে। গম্ভীর বলেন, “আমরা প্রতি ম্যাচে ২৫০-২৬০ রান করার লক্ষ্য নিয়ে খেলতে চাই। কখনো কখনো হয়তো ১২০-১৩০ রানে আউট হয়ে যাব, কিন্তু সেটা হচ্ছে টি-টোয়েন্টির আনন্দ।”

এই শক্তিশালী ঘোষণা দিয়ে গম্ভীর জানিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়া ভয়ডরহীন ক্রিকেট খেলে আগামীর টি-টোয়েন্টি ম্যাচগুলোতে আরও দাপট দেখানোর জন্য প্রস্তুত।