Mohun Bagan: বসুন্ধরার বিরুদ্ধে এটাই হয়তো বাগানের চিন্তার কারণ

বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) বিরুদ্ধে ম্যাচ। খেলা হবে বাংলাদেশের কিংস এরীনায়। নিজেদের হোম ম্যাচে কিংসকে হারাতে পারেনি মোহন বাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। AFC…

Mohun Bagan Supergiants

বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) বিরুদ্ধে ম্যাচ। খেলা হবে বাংলাদেশের কিংস এরীনায়। নিজেদের হোম ম্যাচে কিংসকে হারাতে পারেনি মোহন বাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। AFC কাপের গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে হলে হারাতে হবে বাংলাদেশের অন্যতম সেরা দলকে। ম্যাচ শুরু হওয়ার আগে মোহনবাগান সমর্থকদের মনে এই একটি বিষয় নিয়ে হয়তো চিন্তা থাকবে।

Advertisements

একাধিক চোট সমস্যায় ভুগছে মোহন বাগান সুপার জায়ান্ট। দল ধারাবাহিকভাবে অপরাজিত থাকলেও বাগান কোচ জানেন ফুটবল খেলা কতটা অনিশ্চয়তায় ঘেরা। স্কোয়াডের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে। আশিক কুরুনিয়ন না থাকাতেও দল সাজাতে হয়তো হুয়ান ফেরান্ডোর খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু আনোয়ার আলি? তিনিও তো চোট পেয়ে মাঠের বাইরে।

   

বসুন্ধরা কিংসের আক্রমণভাগ খুব শক্তিশালী। কিংসের মূল চালিকা শক্তি তাদের বিদেশি ব্রিগেড। ওড়িশা এফসিকে তারা হারিয়েছে, বাগানের বিরুদ্ধে ড্র। কিংস এরীনায় কার্যত অপ্রতিরোধ্য ক্লাব। এই পরিস্থিতিতে আনোয়ারবিহীন বসুন্ধরা কিংসের আক্রমণকে কি রুখতে পারবে মোহন বাগান সুপার জায়ান্ট? প্রশ্ন থাকছে।

ডিপ ডিফেন্সে হেক্টর ইয়ুস্তের সঙ্গে হয়তো ব্র্যান্ডন হামিল জুটি বাঁধবেন। কিন্তু অন্তত আরও একজন সেন্টার ব্যাক দরকার। সেই জায়গাটা হুয়ান কাকে দেবেন, সে ব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু বলা যাচ্ছে না। একাধিক নাম রয়েছে, নিশ্চয়তা নেই।