পানামাকে ৫ গোল দিয়ে কোপা আমেরিকার (Copa America 2024) সেমিফাইনালে চলে গেল কলম্বিয়া (Colombia vs Panama)। সেমিফাইনালে কলম্বিয়া বনাম উরুগুয়ে। ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে।
চলতি কোপা আমেরিকায় চমক দিয়েছে কলম্বিয়া। নিজেকে নতুন করে চেনাতে শুরু করেছেন হামেস রদ্রিগেজ। কোয়ার্টার ফাইনালে একটি গোল-ও করেছেন। দল দিয়েছে পাঁচ গোল। পানামাকে হেলায় হারিয়েছে কলম্বিয়া।
Brazil vs Uruguay: দশজনের উরুগুয়ের সঙ্গে এঁটে উঠতে পারল না ব্রাজিল
খাতায় কলমে পানামার থেকে অনেকটাই এগিয়ে ছিল কলম্বিয়া। তবুও কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে পানামার থেকে আরও একটু লড়াই আশা করা হয়েছিল। কলম্বিয়ার তেকাঠি লক্ষ্য করে বেশ কয়েকটি শট নিয়েছিল পানামা। আক্রমণভাগে যোগ্য লোকের অভাবে কাজে আসেনি কোনও প্রয়াস। দলকে ভরসা জুগিয়েছেন কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলিও ভার্গাস। পাঁচ গোল দেওয়ার সঙ্গে ক্লিনশিট, সেমিফাইনালের আগে কলম্বিয়ান ফুটবলারদের মনোবল বাড়াবে কয়েক গুণ।
Anoten los detalles para otro PARTIDAZO que se viene 🔥 pic.twitter.com/UR1Ll2pF4E
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 7, 2024
বিরতির আগে তিন গোলে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন জন কর্দোবা। ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন রদ্রিগেজ। ৪১ মিনিটে লুস দিয়াজ কলম্বিয়ার পক্ষের স্কোরলাইন করেন ৩-০। বিরতির পর কলম্বিয়ার আরও দু’টো গোল। গোল দু’টি করেছেন যথাক্রমে রিকার্ড রিওস এবং মিগুয়েল বোরহা।
মস্তিষ্কে রক্তক্ষরণ, T20 World Cup শেষ হওয়ার পরেই এল খারাপ খবর
সেমিফাইনালে উরুগুয়ের সঙ্গে খেলবে কলম্বিয়া। ব্রাজিলকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছে উরুগুয়ে। আগামী ১১ জুলাই উরুগুয়ে বনাম কলম্বিয়া ম্যাচ।