আগামী ২৭ নভেম্বর সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ও ওডিশা এফসি (Odisha FC)। গত বসুন্ধরা ম্যাচের ব্যর্থতা ভুলে এই ম্যাচের দিকেই বাড়তি নজর দিচ্ছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো (Juan Ferrando)।
বর্তমানে গ্রুপের যা পরিসংখ্যান সেই অনুযায়ী দেখলে ওডিশা ম্যাচ জিততে পারলেই পরের পর্বে যাওয়ার জন্য অনেকটাই এগিয়ে যাবে দল। তাই যেকোনো ভাবেই এই ম্যাচে জয় পেতে চাইছে মেরিনার্সরা। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় সার্জিও লোবেরার ওডিশা। প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে তাদের ধরাশায়ী করেছিল মোহনবাগান। তার বদলা নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখার লড়াই থাকবে তাদের ও দলের ফুটবলারদের। তবে লড়াইটা মোটেও সহজ হবে না কারুর পক্ষে। উল্লেখ্য, গত ম্যাচে লিস্টন কোলাসোর গোলে দল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় আসেনি বাগানের। তাই এবার যথেষ্ট সাবধানী ফেরেন্দো।
তবে চোটের সমস্যা এখনও ভাবাচ্ছে গোটা দলকে। গত কয়েক সপ্তাহ আগেই চোটের কারনে আইএসএলের প্রথম লেগ থেকে ছিটকে গিয়েছেন বাগানের দাপুটে ডিফেন্ডার আনোয়ার আলী। এছাড়াও চোটের জন্য আগেই বাইরে চলে যেতে হয়েছিল দলের দাপুটে উইঙ্গার আশিক কুরুনিয়ানকে। এসবের মাঝেই এবার সমস্যা দেখা দিয়েছে অজি তারকা দিমিত্রি পেট্রতোসকে নিয়ে। শেষ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের ঘরের মাঠে চোটের কারনে খেলতে পারেননি দিমিত্রি। তবে ফিরতি লেগের ম্যাচে তাকে নামানোর কথা থাকলেও গতকাল অনুশীলন চলাকালীন চোট এসেছে তার পায়ে। যারফলে, মাঝ পথেই অনুশীলন ছেড়ে ড্রেসিং রুমে চলে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে দলের অনুশীলনের শেষের দিকে ফিরে আসলেও বল পায়ে সেভাবে দেখা যায়নি তাকে। সেজন্য, আগত ওডিশা ম্যাচে ও হয়ত থাকবেন না এই অজি তারকা।
তবে এসবের মধ্যে ও স্বস্তির খবর হল তিন ভারতীয় ফুটবলারের অনুশীলনে যোগদান। আজ থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বাগান অধিনায়ক শুভাশিস বসু। অনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদ। যা কিছুটা হলেও স্বস্তি দেবে বাগান কোচকে। তবে দিমিত্রির সমস্যা থাকলেও আগামী ম্যাচে হয়ত মনবীর, সাহাল ও থাপাকে রেখেই দলের আপফ্রন্ট সাজাতে চাইবেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। অপরদিকে, ফরোয়ার্ড লাইনে দেখা যেতে পারে আর্মান্দো সাদিকু ও অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে।