Igor Stimac: অমরিন্দরকে নামানোর প্রসঙ্গে কী বলছেন স্টিমাচ?

গতকাল কলিঙ্গ স্টেডিয়ামে নির্ধারিত সময়ের শেষে ৩ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় কাতার। তাদের হয়ে গোল করেন যথাক্রমে মাশাল, আলি ও আব্দুরিসাগ। উল্লেখ্য, গত বছর…

Igor Stimac, Amarinder Singh

গতকাল কলিঙ্গ স্টেডিয়ামে নির্ধারিত সময়ের শেষে ৩ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় কাতার। তাদের হয়ে গোল করেন যথাক্রমে মাশাল, আলি ও আব্দুরিসাগ। উল্লেখ্য, গত বছর থেকে নিজেদের দেশের মাঠে কোনো ম্যাচেই পরাজিত হয়নি ভারতীয় ফুটবল দল। তবে এবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে দিল কাতার ফুটবল দল। যা দেখে হতাশ সকলেই।

গতকালের এই পরাজয়ের ফলে, ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপে কিছুটা হলেও পিছিয়ে পড়ল ব্লু টাইগার্স। এবার পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে ছন্দে ফেরাই একমাত্র লক্ষ্য থাকবে ভারতীয় ফুটবল দলের।

উল্লেখ্য, এই জয়ের ফলে ফুটবল বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান কিছুটা হলেও পাকা করল কাতার ফুটবল দল। তবে তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে ভারত। তারপর কুয়েত। তবে পরবর্তীতে ম্যাচে আফগানিস্তান দলকে হারাতে পারলেই পয়েন্টের নিরিখে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য দ্বিতীয় স্থানে নিজেদের ধরে রাখতে সক্ষম হবে ব্লু টাইগার্স।

তবে গতকালের ম্যাচের শুরু থেকে কাতার দলের পাল্লা ভারী থাকলেও ম্যাচ জুড়ে একাধিক সুযোগ তৈরি করে ভারতীয় ফুটবল দল। বিশেষ করে সুযোগ পান দাপুটে মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদের মতো ফুটবলার। কিন্তু ফিনিশ করা সম্ভব হয়নি কারুর পক্ষে। সেইসাথে ছিল দলের গোলরক্ষক অমরিন্দর সিংয়ের ভুল সিদ্ধান্ত। যা পরবর্তীতে চাপে ফেলে দেয় দলকে।

কিন্তু গুরপ্রীত সিংকে বাদ দিয়ে হঠাৎ অমরিন্দর সিংকে কেনো নামাতে গেলেন স্টিমাচ? পরবর্তীতে এই নিয়ে একটি সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন,আমাদেআলাদা প্রতিটি বিভাগেই পর্যাপ্ত খেলোয়াড় রাখতে হবে। তারা কে কি করতে পারে তা বুঝতে হবে। গত জুন থেকে জুলাই মাসের মধ্যে ভারতীয় দল যে সমস্ত ম্যাচ খেলেছিল সব ক্ষেত্রেই অমরিন্দর সিংয়ের অনবদ্য পারফরম্যান্স ছিল।