ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরুর পর থেকেই দুরন্ত ছন্দে ছিল মহামেডান এসসি (Mohammedan SC)। অ্যাওয়ে ম্যাচে ওয়েন কোয়েলের দল চেন্নাইয়ান এফসিকে হারানোর পর যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল সাদা-কালো ব্রিগেড। এই ম্যাচের পর থেকেই কার্যত ভরাডুবি হতে থাকে আইএসএলে সুযোগ পাওয়া এই দলের। মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদের কাছেও হারের মুখ দেখতে হয়েছে আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) দলকে। এবার সাদা-কালো ব্রিগেডের সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন দলের হয়ে আইলিগ জয়ী এই কোচ।
বিকেলে গন্তব্য হায়দরাবাদ, সকালের অনুশীলনে ব্যস্ত বাগান শিবির
সোমবার ক্লাব তাঁবুতে মহামেডান কর্তৃপক্ষ এক দফায় বৈঠক করে। সাদা-কালো ব্রিগেড কর্তৃপক্ষের আজকের বৈঠকের পরই জোড়ালো হয়েছে কোচ বদলের প্রসঙ্গ নিয়ে। তাহলে কি এবার রুশ কোচ চেরনিশভের বিদায় আসন্ন? কারণ আইএসএলের চলতি মরশুমে ইস্টবেঙ্গলের টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পরই লাল-শিবিরের শেষ হয়েছিল কুয়াদ্রাত যুগের।
Mohun Bagan SG : হায়দরাবাদকে সমীহ করে ‘বিস্ফোরক’ মোলিনা!
তিন ম্যাচ হারের পর মহামেডান খেলোয়াড়দের পারফরম্যন্স নিয়ে প্রশ্ন তুলেছিল দলের সমর্থক শুরু করে বাংলা ফুটবল দলের বহু প্রাক্তন ফুটবলারও। পাশাপাশি চেরনিশভকে নিয়ে প্রশ্ন তুলে জানান, আই লিগে চললেও কোচ হিসেবে আইএসএলে চলা সম্ভব নয়। এই দলকে ঠিক ভাবে পরিচালনা করার জন্য দরকার আরও দক্ষ কোচ।
রাসেল নন, শাহরুখের ‘আস্থাভাজন’ এই ক্রিকেটারকেই ধরে রাখতে আগ্রহী কেকেআর
এবার সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। তিনি জানান, “এই লিগে আমরা এফসি গোয়ার মতো গুরুত্বপূর্ণ দলের বিরুদ্ধে ড্র করেছি এবং মরশুমের সেরা দল চেন্নাইয়িন এফসিকে হারিয়েছি। সমর্থকরা আশা করেছিল আমরা এই ভাবেই খেলার ধারা বজায় রাখব কিন্তু তাঁদের বুঝতে হবে এই দলে অধিকাংশ জনই যুব ফুটবলার। তবুও আমরা অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই আইএসএলে খেলেছি। কিন্তু আমি সমর্থকদের বুঝতে পারছি। তাঁরা ভালো খেলা দেখতে চায় এবং ভালো ফলের আশা করে। আপনারা জানেন আমার তৃতীয় সেশনে দল আইলিগ জিতেছে। আমাদের একটু সময় লাগবে, এই সময় একসঙ্গে থাকতে হবে এবং দলকে সাহায্য ও সমর্থন করতে হবে। তাহলে দলের ফুটবলারদের এনার্জি বাড়বে এবং ভালো ফলাফল পাবো।”
ফিটনেস ইস্যুতে পৃথ্বীর পাশে দাঁড়ালেন গাভাসকার
মহমেডানর পরবর্তী ম্যাচ ৯ নভেম্বর, প্রতিপক্ষ ময়দানের আরেক প্রধান ইস্টবেঙ্গল। ফলত এই ডার্বিতে কি ফল হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে দুই দলের সমর্থকরা। এই ম্যাচের ওপর নির্ভর করছে লিগ টেবিলে দুই দলের অবস্থান কি হতে পারে। ১৩ নম্বরে রয়েছে লাল-হলুদ শিবির। এক ধাপ এগিয়ে অর্থাৎ ১২ নম্বরে রয়েছে মহামেডান।
Our coach has a special message for our fans, and emphasises that with support, the team will reach new heights together!💪🤝#MohammedanSC #JaanJaanMohammedan #JaanShaanImaanDilMeinMohammedan ⚫️⚪️ #MSCHFC #ISL pic.twitter.com/tc94LC2Gbh
— Mohammedan SC (@MohammedanSC) October 29, 2024