Mohun Bagan: সম্ভবত হুয়ানের সহকারী ক্লিফোর্ড!

ফের চমক দিতে পারে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সম্প্রতি সর্বভারতীয় এক ক্রীড়া সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, হুয়ান ফেরান্দর (Juan Fernando) সহকারী হতে পারেন ক্লিফোর্ড মিরান্ডা

clifford miranda

ফের চমক দিতে পারে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সম্প্রতি সর্বভারতীয় এক ক্রীড়া সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, হুয়ান ফেরান্দর (Juan Fernando) সহকারী হতে পারেন ক্লিফোর্ড মিরান্ডা (Clifford Miranda )। এই খবর প্রকাশিত হওয়ার পর ফুটবল প্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে দাবানলের মতো।

টাকা নিয়ে ভাববেন না, স্পষ্ট বার্তা ছিল সঞ্জীব গোয়েঙ্কার। শুধু মুখে নন, কাজে করে দেখাচ্ছেন তিনি। কোটি কোটি টাকা খরচ করে দল গড়ছেন তিনি। স্কোয়াডে তারকার ছড়াছড়ি। তারকাদের সামলানোর জন্য নক্ষত্র খচিত কোচিং স্কোয়াড। হেড কোচ হুয়ান ফেরান্দকে সামনে রেখে হচ্ছে দল গঠন। এরই মধ্যে ফুটবল প্রিমিয়ার অবাক করে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। তাকে অবশ্য প্রশিক্ষকের ভূমিকায় এবার নিযুক্ত করেনি ক্লাব। এবার শোনা যাচ্ছে, বাগান কোচের সহকারী পদে নিশ্চিত হয়েছেন ক্লিফোর্ড মিরান্ডা!

ক্লিফোর্ড মিরান্ডা হিরো সুপার কাপ জিতেছিলেন ওড়িশা এফসির হয়ে। এরপর থেকে প্রাক্তন গোয়ান উইঙ্গার ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। মিরান্ডার পরবর্তী গন্তব্য নিয়ে শুরু হয়েছিল আলোচন। এমনকি কেউ কেউ মনে করেছিলেন, তাকে জাতীয় দলে ডাকা হবে। খবরে জোরের সঙ্গে দাবি করা হয়েছে, ক্লিফোর্ড মিরান্ডার কলকাতাগামী বিমান ধরা নিশ্চিত। যদিও মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে এখন পাকাপাকিভাবে কিছু ঘোষণা করা হয়নি।

Advertisements

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাস্তব রায়ের ভূমিকা কী হবে? হুয়ানের সঙ্গে দীর্ঘ দিন তিনি কাজ করেছেন। মিরান্ডা যোগ দিলে পুরনো পদেই কি বহাল রাখা হবে, না কি জুনিয়র দলের দায়িত্ব প্রদান করা হবে তার কাঁধে? কলকাতা ফুটবল লীগে গোলের বন্যা বইয়ে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের জুনিয়র দল। লীগে এখনও পর্যন্ত অজেয় পালতোলা নৌকা। বাস্তবকে জুনিয়র দলের দায়িত্ব দিলে ফুটবল প্রেমীরা হয়তো হবেন না।