মোহনবাগান ছেড়ে এবার মুম্বইয়ে যোগদান করলেন মিরান্ডা

অপেক্ষার অবসান। সবুজ-মেরুন ছেড়ে এবার মুম্বাই সিটিতে যোগদান করলেন ক্লিফোর্ড মিরান্ডা (Clifford Miranda)। ঘন্টাখানেক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানায় রনবীর কাপুরের এই…

Clifford Miranda

অপেক্ষার অবসান। সবুজ-মেরুন ছেড়ে এবার মুম্বাই সিটিতে যোগদান করলেন ক্লিফোর্ড মিরান্ডা (Clifford Miranda)। ঘন্টাখানেক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানায় রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। গতবছর মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে এই খেতাব জয় করেছিল মুম্বাই। যা নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের।

তবে এবার নতুন মরশুমে নিজেদের সেরাটা দিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ গ্ৰহন নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য এই ক্লাবের। সেইমতো একাধিক দাপুটে ফুটবলারদের দলে টেনেছে এই ফুটবল ক্লাব। পাশাপাশি সহকারী কোচ হিসেবে মিরান্ডাকে দলে নিল এই ক্লাব।

   

যার ফলে, নতুন মরশুমে পেট্রো ক্র্যাটকির সহকারী হিসেবে দেখা যেতে চলেছে এই ভারতীয় কোচকে। এছাড়াও মুম্বাইয়ের কন্ডিশনাল কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডেনিস কাভানকে। এরফলে আগের থেকে আরো অনেকটাই শক্তিশালী হতে চলেছে মুম্বাই। উল্লেখ্য, গত বছর অ্যান্তোনিও লোপেজ হাবাসের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্লিফোর্ড মিরান্ডা। উল্লেখ্য, গত সুপার কাপ তার তত্ত্বাবধানেই খেলতে নেমেছিল মোহনবাগান। পরবর্তীতে আইএসএলে ও তার সক্রিয়তা দেখা গিয়েছিল ব্যাপকভাবে।

Mohun Bagan: একলপ্তে তিন বিদেশি ফুটবলারকে বিদায় জানাল মোহনবাগান

তবে নতুন মরশুমে তিনি যে আর দলে থাকবেন না সেই ইঙ্গিত মিলেছিল অনেক আগেই। শোনা গিয়েছিল, আইএসএল থেকে আইলিগের একটি ক্লাবের দায়িত্ব নিতে চলেছেন তিনি। কিন্তু পরবর্তীতে শোনা যেতে থাকে মুম্বাই সিটি এফসির কথা। অবশেষে সেটাই হল এবার। যোগ দিলেন আইএসএলের এই হেভিওয়েট ক্লাবে।