Cleiton Silva: ক্লেইটন সিলভার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

Cleiton Silva

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেইটন সিলভা (Cleiton Silva) ইস্টবেঙ্গল এফসি দলে নাম লিখিয়েছে। লাল-হলুদ শিবির লিগের ৬ ম্যাচ খেলেছে।১৮ নভেম্বর ইস্টবেঙ্গল খেলতে নামবে ওড়িশা এফসির বিরুদ্ধে।

এরই মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের(ISL) মিডিয়া টিমের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি খেলোয়াড় ক্লেইটন সিলভার এক সাক্ষাৎকার সেশনের সংক্ষিপ্ত ভিডিও সোশাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়ে উঠেছে।

   

ভাইরাল ওই ভিডিও’তে ISL মিডিয়া টিম সিলভাকে প্রশ্ন রেখেছিল ISL টুর্নামেন্টে ৫ জনের দলে আপনি কাদের রাখবেন।প্রথমে ফুটবলার ক্লেইটন সিলভা কতকটা মজার ছলে প্রশ্ন এড়িয়ে গিয়ে সটান উত্তর দিতে গিয়ে খেলোয়াড়দের নাম ঘোষণা করে দেন।

ISL’র ৫ সাইড দলে ক্লেইটন সিলভা নিজের দলে মুম্বই সিটি এফসির আলবার্তো নগিরা,হায়দরাবাদ এফসির সানা সিং,গগবেচে, ভিক্টর,ATK মোহনবাগানের হুগো বাউমাস এই পাঁচজনকে রেখেছেন।
ওই টুইটের ক্যাপসনে লেখা,”অপেক্ষা করুন, আমাকে ভাবতে দিন!” 😂
দুষ্টুমি করার পর, ক্লিটন তার #HeroISL 5️⃣-এ-সাইড টিমের নাম দেন 🙌😏
#LetsFootball #CleitonSilva #5ASide | @eastbengal_fc “

ঘরের মাঠে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল এফসি খেলোয়াড় ক্লেইটন সিলভার এই টুইট ভিডিও রসিকতার ছলে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় ফুটবল সার্কিটে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন