Cleiton Silva: ইস্টবেঙ্গলের অনুশীলনেও নেতার ভূমিকায় ক্লেইটন

Cleiton Silva

উৎসবের মরসুমেও ছুটি নেই ইস্টবেঙ্গল ফুটবলারদের। ইন্ডিয়ান সুপার লীগের সাময়িক বিরতির মাঝে জোর কদমে অনুশীলন করিয়েছেন কোচ Carles Cuadrat। অনুশীলনে আলাদা করে চোখে পড়েছেন ক্লেইটন সিলভা (Cleiton Silva)।

ইন্ডিয়ান সুপার লীগের আগামী ম্যাচ খেলার জন্য গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইস্টবেঙ্গল। তার আগে গতকাল কলকাতায় প্রস্তুতি সম্পন্ন করেছে লাল হলুদ শিবির। নিজেদের মাঠে অনুশীলন করেছেন ফুটবলাররা। নিজেদের মধ্যে ছোটো ছোটো দলে ভাগ হয়ে বল পায়ে প্র্যাকটিস করেছেন কোচ।

   

কোচিং স্টাফদের তীক্ষ্ণ নজরের আওতায় অনুশীলন করেছেন ফুটবলাররা। অনুশীলনে দারুণ কোনো অভিনবত্ব ছিল না। প্রথা মতো হয়েছে প্র্যাকটিস। ফুটবলারদের ফিটনেসের ওপর জোর দিয়েছেন কোচ। সেই সঙ্গে টিম কম্বিনেশন বা খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন কোচিং স্টাফরা।

অনুশীলনে ক্লেইটনকে দেখা গেল নেতার ভূমিকায়। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও তিনি ক্যাপ্টেন। মরসুমের শুরুর দিকে গোল না পেলেও ক্রমে গোলে ফিরেছেন ইস্টবেঙ্গলের তারকা ব্রাজিলিয়ান। ফ্রি কিক থেকে করেছেন বিশ্ব মানের গোল। গত মরসুমে ক্লেইটন ছিলেন ইন্ডিয়ান সুপার লীগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে। অল্প দিনের মধ্যে লাল হলুদ সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি। এবারেও তাকে নিয়ে রয়েছে অনেক প্রত্যাশা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন