জয় পেয়েও আক্ষেপ ক্লেটনের, কী বলছেন লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা

গতকাল আইএসএলে চার ম্যাচের পর নিজেদের দ্বিতীয় জয় তুলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যুবভারতী ক্রীড়াঙ্গনে ৫ গোলের ব্যবধানে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়েছে মশাল ব্রিগেড। গত হায়দরাবাদ…

Cleiton Silva

গতকাল আইএসএলে চার ম্যাচের পর নিজেদের দ্বিতীয় জয় তুলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যুবভারতী ক্রীড়াঙ্গনে ৫ গোলের ব্যবধানে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়েছে মশাল ব্রিগেড। গত হায়দরাবাদ ম্যাচের পর একাধিক ম্যাচে ভালো খেলে এমনকি এগিয়ে থেকে ও জয় সুনিশ্চিত করতে পারেনি ইস্টবেঙ্গল ব্রিগেড।

মূলত বেঙ্গালুরু এফসির ম্যাচ থেকে যে খরা দেখা দিয়েছিল তা পরবর্তীতে গোয়া, কেরালা ম্যাচ অবধি বজায় ছিল। যারফলে, এবার ও দলের জয় নিয়ে প্রচন্ড হতাশ ছিল সকলে। এমনকি শেষ ম্যাচে চেন্নাইন এফসির বিপক্ষে ও গোল করে এগিয়ে থেকে শেষ রক্ষা করতে পারেনি। তবে এবার এসেছে অমূল্য তিনটি পয়েন্ট।

   

এবার নিজেদের এই পারফরম্যান্স ধরে রাখাই অন্যতম উদ্দেশ্য লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের। আগামী ৯ই ডিসেম্বর নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের নতুন দল তথা পাঞ্জাব এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। নর্থইস্ট ম্যাচের এই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য থাকবে তাদের। উল্লেখ্য, গতবছর বল পায়ে মোট বারোটি গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। তবে এবারের মরশুম শুরু থেকেই তেমন একটা ছন্দে থাকেননি তিনি। অনেক ক্ষেত্রেই অফ কালার থেকেছেন ক্লেটন। তবে গতকাল তার জোড়া গোল বদলে দিয়েছে লাল-হলুদের ভাগ্য। যা দেখে খুশি আপামর ইস্টবেঙ্গল জনতা।

তবে জিতে ও খুশি নন এই ব্রাজিলিয়ান তারকা। দলের এই পারফরম্যান্স ধরে রাখাই এখন একমাত্র চ্যালেঞ্জ সকলের। আসলে, এবারের ডুরান্ড কাপে দলের পারফরম্যান্স দেখে অনেক আশা নিয়ে বুক বেঁধে ছিল লাল-হলুদ জনতা। তবে আশানুরূপ কিছুই খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া আইএসএলের লিগ টেবিলে ও অনেকটাই পিছিয়ে রয়েছে দল। যার আক্ষেপ রয়েছে এই দাপুটে ফুটবলারের। সেজন্য, গতকালের জয় পেয়ে ও খুব একটা খুশি হওয়া সম্ভব হয়নি তার পক্ষে। এবার শেষ ছয়ে স্থান করাই অন্যতম লক্ষ্য তাদের।