Kalinga Super Cup: ডার্বি জিতে ‘বিস্ফোরক’ জয়ের নায়ক ক্লেইটন সিলভা

    ক্যাপ্টেন আবারও তুলে ধরলেন মশাল। মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জোড়া গোল। কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) সেমিফাইনালে ইস্টবেঙ্গল (East Bengal)।  ম্যাচ শেষ…

Cleiton Silva

short-samachar

   

ক্যাপ্টেন আবারও তুলে ধরলেন মশাল। মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জোড়া গোল। কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) সেমিফাইনালে ইস্টবেঙ্গল (East Bengal)।  ম্যাচ শেষ হওয়ার পরেও ঠান্ডা মেজাজে পাওয়া গেল ইস্টবেঙ্গলের জয়ের নায়ক ক্লেইটন সিলভাকে (Cleiton Silva)।

শুক্রবার কলিঙ্গ সুপার কাপের ডার্বিতে মোহন বাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। জোড়া গোল করে ম্যাচের নায়ক ক্লেইটন সিলভা। একটি গোল করেছেন নন্দকুমার। ম্যাচ জয়ের জন্য যাবতীয় কৃতিত্ব দলের বাকি ফুটবলারদের দিলেন ক্লেইটন।

খেলা শেষ হওয়ার পর ইস্টবেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে সিলভার মন্তব্য প্রকাশ করা হয়েছে। সেখানে লাল হলুদ অধিনায়ককে বলতে শোনা গিয়েছে, “এই ক্লাবে খেলা আমার জন্য আশীর্বাদের মতো। অনেক স্মরণীয় মুহূর্ত আমাকে ক্লাব উপহার দিয়েছে। ছেলেরা ভালো না খেললে এই জয় সম্ভব হতো না। গোটা দলের আমি এক সদস্য মাত্র। সমর্থকরা প্রতিনিয়ত আমাদের পাশে থেকেছেন। আমার পরিবার পাশে রয়েছে। সব কিছু হয়তো ভাষায় বর্ণনা করতে পারছি না।”

এরপর তিনি বলেছেন, “প্রত্যেক খেলোয়াড় বা ক্লাবের জন্য চড়াই উৎরাই থাকে, আমাদের ক্ষেত্রেও আলাদা কিছু নয়। চড়াই উৎরাই থাকলেও আমরা কখনও থেমে থাকিনি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি ক্রমাগত।”